ত্রিপিটক রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান

| রবিবার , ২৫ ডিসেম্বর, ২০২২ at ৮:১৬ পূর্বাহ্ণ

ত্রিপিটক রিসার্চ সোসাইটির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যদিয়ে গত ১৬ ডিসেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত হয়। কর্মসূচির মধ্যে ছিলঅষ্টউপকরণসহ সংঘদান, জার্নাল প্রকাশ, পালি শিক্ষার্থী সম্মাননা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক ড. সুমনপাল থেরর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন সংঘরাজ ভিক্ষু মহাসভার সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথের ও বৌদ্ধ ভিক্ষু মহাসভার সংঘনায়ক অধ্যাপক বনশ্রী মহাথের। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব এস. লোকজিৎ থের। বক্তব্য দেন, সত্যপাল মহাথের, . উপানন্দ মহাথের, . দীপঙ্কর থের, ধম্মবিরীয় থের। উদ্বোধনী ও স্বাগত বক্তব্য রাখেন ত্রিপিটক রিসার্চ সোসাইটির সভাপতি উজ্জ্বল বড়ুয়া বাসু ও সাধারণ সম্পাদক সুজন মুৎসুদ্দী। শুভেচ্ছা বক্তব্য দেন, তমাল কান্তি বড়ুয়া ও জুয়েল বড়ুয়া। পঞ্চশীল প্রার্থনা করেন আশুতোষ বড়ুয়া। সঞ্চালনায় ছিলেন সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত বড়ুয়া। অনুষ্ঠানে ত্রিপিটক রিসার্চ সোসাইটির মুখপত্র ‘ধর্মকেতু’ নামক জার্নালের মোড়ক উন্মোচন করা হয় এবং পালি ২য় পর্ব সমাপ্তকারীদের ক্রেস্ট, সনদ ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধচন্দ্রঘোনায় খেলাঘর উত্তর জেলার সম্মেলন
পরবর্তী নিবন্ধমালিকের অতিরিক্ত জমা বন্ধ করা সময়ের দাবি