ত্রিপল দিয়ে ঢেকে কাটা হলো কিছু অংশ

ডিসি হিল

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১০ ডিসেম্বর, ২০২৪ at ৭:০৬ পূর্বাহ্ণ

ডিসি হিলে লোভের কোপ পড়তে শুরু করেছে। গত বেশ কয়েকদিন ধরে রাতের আঁধারে কাটা হচ্ছে ডিসি হিলের একটি অংশ। চেরাগি পাহাড় মোড়ের বিপরীত পাশে ত্রিপল দিয়ে ঢেকে রাতের আঁধারে প্রতিদিনই কাটা হচ্ছে পাহাড়। দোকান নির্মাণের জন্য সংঘবদ্ধ একটি চক্র কৌশলে পাহাড়টিতে কাটাকুটি করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

গতকাল সরজমিনে দেখা গেছে, পাহাড়ের বেশ কিছু অংশ কাটা হয়েছে। কেটে ফেলা হয়েছে গাছও। বাঁশ দিয়ে একটি ঘরের মতো অবকাঠামোও তৈরি করে দখল ধরে রাখা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, বাইরে থেকে যাতে কেউ কিছু বুঝতে না পারে সেজন্য ত্রিপল দিয়ে ঢেকে কাটাকুটির কাজ করা হচ্ছে। দিনের বেলায় চক্রটি কিছু না করলেও রাত গভীর হলেই কোদালের কোপের গতি বাড়তে শুরু করে।

স্থানীয়দের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হলেও রাতের অপতৎপরতা থামেনি বলে অভিযোগ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধতিন-চার মাসের মধ্যে নির্বাচন চাইল বিএনপি
পরবর্তী নিবন্ধইএফডি মেশিনে ভ্যাট আদায়ে সুফল মিলছে না