ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক  | বুধবার , ১৮ মে, ২০২২ at ৮:২০ পূর্বাহ্ণ

 

 

আসন্ন টিটোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ায়। গতবারের ব্যর্থতায় এবার তাই বেশ ভালোভাবেই প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ। এর আগে নিউজিল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ দুই দেশ হিসেবে থাকবে স্বাগতিক নিউজিল্যান্ড ও পাকিস্তান। চট্টগ্রাম টেস্ট চলাকালীন সাংবাদিকদের এমনটিই জানান বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনূস। সাত আটদিন আমরা অনুশীলন করে চলে যাব নিউজিল্যান্ডে।

বিগ ব্যাশের একটি দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার কথাও জানিয়েছেন জালাল, ‘অন্তত ৪টা ম্যাচ হবে ওখানে,এর আগে আমরা যখন অনুশীলন ম্যাচ খেলব, রেডব্যাকের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলব। রেডব্যাক ওদের বিগ ব্যাশের দল।’ চলতি বছর অক্টোবরনভেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে বসবে এবারের টিটোয়েন্টি বিশ্বকাপের আসর। ২৪ অক্টোবর সুপার টুয়েলভের ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন।

পূর্ববর্তী নিবন্ধবন্দর-নাসিরাবাদ ফাইনাল আজ
পরবর্তী নিবন্ধনতুন এক তামিমকে দেখলেন সিডন্স