ত্রিদেশীয় সিরিজ আজ নিউজিল্যান্ডের সামনে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১২ অক্টোবর, ২০২২ at ৫:৫৩ পূর্বাহ্ণ

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে আয়োজিত ত্রিদেশীয় সিরিজটা সুখকর হচ্ছে না বাংলাদেশের জন্য। এরই মধ্যে দুই ম্যাচে হেরে গেছে টাইগাররা। বাকি আছে আর দুটি ম্যাচ। যদিও এরই মধ্যে এই সিরিজের ফাইনালিস্ট এক রকম নিশ্চিত হয়ে গেছে। কারণ দুটি করে ম্যাচে জিতে পাকিস্তান এবং স্বাগতিক নিউজিল্যান্ডের ফাইনালে খেলা এক রকম নিশ্চিত। যদিও বাংলাদেশের ম্যাচ বাকি দুটি। সে দুটি ম্যাচে জেতার পাশাপাশি রান রেট বাড়াতে হবে অনেক। তবেই হয়তো ফাইনালে খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের।
তাই আপাতত ফাইনালে খেলার ইচ্ছা বাদ দিয়ে পরের দুটি ম্যাচ জয়ের দিকে মনোনিবেশ করতে চায় সাকিবের দল। আর সে মিশনে আজ স্বাগতিক নিউজিল্যান্ডের সামনে বাংলাদেশ। এরই মধ্যে নিউজিল্যান্ডের কাছে প্রথম দেখাতে হেরেছে বাংলাদেশ। এখন আজকের ম্যাচটি জিতে কিছুটা হলেও নিজেদের ফিরে পেতে চাইছে বাংলাদেশ। যদিও গতকাল পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড। বাবর আজমের দলকে ১৩১ রানে অল আউট করে দিয়ে নিজেরা ম্যাচটি জিতে নিয়েছে ৯ উইকেটে।
টি-টোয়েন্টি ক্রিকেটটা কেন যেন সঠিকভাবে খেলতে পারছে না বাংলাদেশ। বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য আসছে না মোটেও। যদিও দলের নতুন টেকনিক্যাল কনসালটেন্ট দলের মধ্যে ছোট ছোট বেশ কিছু উন্নতি দেখছেন। কিন্তু সে উন্নতি নিয়ে সন্তুষ্ট হওয়ার মতো কিছুই নেই। বিশ্বকাপের আগে আর চারটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। যার দুটি এই সিরিজে আর বাকি দুটি বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচ গুলো দিয়েই নিজেদের শেষবারের মতো প্রস্তুত করে তুলতে হবে বাংলাদেশকে। আর সেটাই এখন করতে চাইছে সাকিব বাহিনী। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮টায়।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ার বনাঞ্চলে আরও একটি বন্যহাতির মরদেহ
পরবর্তী নিবন্ধরোজ ভ্যালিতে ভবন মালিকের বিরুদ্ধে মামলা, জরিমানা