ত্রিদেশীয় সিরিজের নাম ‘বাংলা ওয়াশ’

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ৬ অক্টোবর, ২০২২ at ৭:৫০ পূর্বাহ্ণ

আগামীকাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ, নিউজিল্যান্ড ও পাকিস্তানের অংশগ্রহণে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। নিউজিল্যান্ডের মাটিতে হতে যাওয়া সিরিজের নাম দেওয়া হয়েছে ‘বাংলা ওয়াশ টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ।’ গতকাল বুধবার রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলন করে এই সিরিজের নাম ও লোগো উন্মোচন করেছে ডিটারজেন্ট ব্র্যান্ড ‘বাংলা ওয়াশ’ এর মাদার কোম্পানি এএইচএন লিমিটেড। ফলে এবারই প্রথম কোনো সিরিজে বাংলা অক্ষরে লেখা হচ্ছে সিরিজের লোগো। আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৮টায় ক্রাইস্টচার্চের হাগলি ওভালে বাংলা ওয়াশ সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান।

পূর্ববর্তী নিবন্ধবিটিভিতে সিসিমপুর চলবে আরো ৫ বছর
পরবর্তী নিবন্ধআজ দলের সাথে যোগ দেবেন সাকিব