ত্রিদেশীয় ফুটবলের ফাইনালে বাংলাদেশ-নেপাল

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২৮ মার্চ, ২০২১ at ৯:১৬ পূর্বাহ্ণ

ত্রিদেশীয় ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশ-নেপাল ম্যাচ সমতায় শেষ হয়েছে। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে শনিবার দুই দলের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। আগেই ফাইনাল নিশ্চিত হওয়া বাংলাদেশের একটি করে জয় ও ড্রয়ে পয়েন্ট ৪। দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে ফাইনালে বাংলাদেশের সঙ্গী হলো নেপাল। আর টুর্নামেন্ট থেকে ছিটকে গেল কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দল। কিরগিজদের বিপক্ষে বাংলাদেশ জয় পেলেও নেপাল গোলশূন্য ড্র করেছিল। প্রথম ম্যাচের শুরুর একাদশ পুরোপুরি বদলে নেপালের বিপক্ষে দল সাজান ডে। পোস্টের নিচের জিকোর বদলে সোহেলকে দেন দায়িত্ব। আক্রমণভাগে এ ম্যাচে দায়িত্ব পান সুমন রেজা ও মোহাম্মদ আব্দুল্লাহর সঙ্গে মাহবুবুর রহমান সুফিল। রাকিব হোসেন ফিরেন মিডফিল্ডের ভূমিকায়। আগের ম্যাচে বদলি নামা জামাল ভূইয়া এবার শুরু থেকেই ছিলেন অধিনায়কের আর্ম ব্যান্ড পরে। শক্তিশালী দল সাজালেও আক্রমণে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ। ৩৬তম মিনিটে প্রথম ভালো আক্রমণে যায় তারা। জামালের ফ্রি কিকে মানিক হোসেন মোল্লার দুটি হেড প্রতিহত হয় রক্ষণে। মেহেদী হাসানের ফিরতি শটও উড়ে যায় ক্রসবারের উপর দিয়ে। একটু পর জামালের দূরপাল্লার ফ্রি কিক অল্পের জন্য যায় ক্রসবারের উপর দিয়ে। ৫৬তম মিনিটে রিয়াদুল হাসান রাফি ও জামালকে তুলে হাবিবুর রহমান সোহাগ ও টুটুল হোসেন বাদশাকে নামান কোচ। মিনিট দশেক পর সুমন ও রাকিবকে তুলে নামান মেহেদী হাসান রয়েল ও বিপলু আহমেদকে। ৭৭তম মিনিটে বিপলুর ছোট পাস ধরে ইয়াসিন আরাফাতের ক্রসে আব্দুল্লাহ ঠিকঠাক হেড নিতে পারেননি। এরপর রয়েলের দুরূহ কোণ থেকে নেওয়া শট আটকান গোলরক্ষক। ৮১তম মিনিটে পোস্টের নিচে প্রথম শক্ত পরীক্ষার মুখোমুখি হন সোহেল। দর্শন গুরংয়ের হেড লাফিয়ে গোলরক্ষককে ফাঁকি দিলেও ক্রসবারের বাইরের দিকে লেগে বেরিয়ে যায়। দুই ম্যাচে বাংলাদেশ কোনো গোল হজম করেনি; কোনো গোল দিতেও পারেনি। একই অবস্থা নেপালেরও। নেপালের বিপক্ষে এ নিয়ে টানা দ্বিতীয় ড্র করল বাংলাদেশ। গত নভেম্বরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই প্রীতি ম্যাচের সিরিজের প্রথমটিতে ২-০ গোলে জিতেছিল বাংলাদেশ। পরের ম্যাচ হয়েছিল গোলশূন্য ড্র।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় আহনাফ মোরশেদ ক্রিকেট টুর্নামেন্টে জঙ্গলখাইন একাদশের জয়লাভ
পরবর্তী নিবন্ধছাত্রনেতা আমিনুল ইসলাম স্মরণসভা