পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় টি–টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকাকে ৬৭ রানে হারিয়েছে জিম্বাবুয়ে। ২ ম্যাচে ১টি করে জয় ও হারে ২ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে আছে জিম্বাবুয়ে। সিরিজে নিজেদের প্রথম ম্যাচেই হেরে গেল শ্রীলংকা। মাত্র ১ ম্যাচ খেলে পূর্ণ ২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে স্বাগতিক পাকিস্তান। শনিবার রাতে রাওয়ালপিন্ডিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৬২ রান করে জিম্বাবুয়ে। হাফ–সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ওপেনার ব্রায়ান বেনেট দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ ও অধিনায়ক সিকান্দার রাজা দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান করেন। দলীয় ৪০ রানে ২ উইকেট পতনের পর ৪৪ বলে ৬১ রানের জুটি গড়েন বেনেট–রাজা। শ্রীলংকার স্পিনার হাসারাঙ্গা ডি সিলভা ৩২ রানে ৩ উইকেট নেন। ২ উইকেট নেন অভিষিক্ত ইশান মালিঙ্গা। জবাবে ইনিংসের প্রথম ওভার থেকেই উইকেট হারাতে থাকা শ্রীলংকা ৫২ রানেই পঞ্চম উইকেট হারায়। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯৫ রানে অলআউট হয় শ্রীলংকা। দলের হয়ে মাত্র দুই ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করতে সক্ষম হয়েছেন। অধিনায়ক দাসুন শানাকা ২৫ বলে সর্বোচ্চ ৩৪ ও ভানুকা রাজাপাকসে ১১ রান করেন। জিম্বাবুয়ের ব্রাড ইভান্স ৩টি, রিচার্ড এনগারাভা ২ উইকেট নেন। ম্যাচ সেরা হন জিম্বাবুয়ের রাজা।











