সাংস্কৃতিক সংগঠন ত্রিতরঙ্গের ৪০বছর পূর্তি উপলক্ষে সংগঠনের নাসিরাবাদস্থ কার্যালয়ে গতকাল শনিবার লোগো উন্মোচন ও আলোকসজ্জা প্রজ্জ্বলন করা হয়। এতে অংশ নেন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফজল হোসেন, নাট্যজন রবিউল আলম, সাংবাদিক ওসমান গনি মনসুর, ত্রিতরঙ্গের মহাসচিব শাওন পান্থ,কবি কমরে আলম, শিল্পী সুবর্ণা রহমান, হাসিনা আক্তার লিপি, সারাফ নাওয়ার, ফারহান খান, আদিবা ওয়াদুদ, রাজিয়া জামান নাফিসা, শিল্পী শিলা চৌধুরী, প্রিয়াংকা ভট্টাচার্য প্রমুখ। এতে বছরব্যাপী অনুষ্ঠানমালার লোগো উন্মোচন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।