সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ত্রিতরঙ্গের হৈমন্তিক সন্ধ্যা গত শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উদযাপন পরিষদের আহ্বায়ক কবি ও নাট্যকার শহিদ মিয়া বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, সাংস্কৃতিক শিক্ষা ছাড়া মানুষের শিক্ষা সম্পূর্ণ হয় না। স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক সাংবাদিক আলীউর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন নাট্যনির্মাতা হিমেল ইসহাক। মেয়রের হাতে অনুষ্ঠান স্মারক তুলে দেন কবি ও শিশুসাহিত্যিক কাসেম আলী রানা। আবৃত্তিশিল্পী ও সাংবাদিক ফারুক তাহের এবং আবৃত্তি ও সংগীতশিল্পী আরিফা আফরিন এরিনার সঞ্চালনায় একক ও দলীয় সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী আফতাব উদ্দীন এ ডিকেন্স, কান্তা দে, মোস্তাফিজুর রহমান, আকতার কামাল চৌধুরী, মনিকা বৈষ্ণব, রুবাইয়া বিনতে আকবর, ঐশিকা ভৌমিক, মোহাম্মদ মহিউদ্দীন, জিয়া উদ্দীন চৌধুরী রণি, হনুফা আকতার, সালসাবিলা বিনতে এ মুকিত, নুসরাত ভূঁইয়া তাহিয়া ও হুমায়রা আদিবা ভুঁইয়া তাসফিয়া। ত্রিতরঙ্গের শিল্পীদের কণ্ঠে রবীন্দ্র সংগীত ‘আগুনের পরশমণি’র সাথে নৃত্য পরিবেশন করেন পাপিয়া দে, স্বর্ণা দাশ ও অরুন্ধতী চৌধুরী। একক আবৃত্তি পরিবেশন করেন শাহেলা শারমিন শাম্মী, ইয়াসমিন আরা বেগম, খুরশীদ আলম এন্ট্রি, শিশির কবির, আবুল মাসুদ তালুকদার, সাদিয়া ফেরদৌসী শর্মী, ফাবিহা তাহের আবৃত্তি, কায়য়ুম আলী রাফি ও ফারিহা তাহের গল্প। পাহাড়ি দলীয় নৃত্য পরিবেশন করেন জনেস চাকমা, সিবা চাকমা মনা, ক্লিনটন চাকমা, অনামিকা চাকমা, ইতি চাকমা, রিয়া চাকমা ও কর্ণি চাকমা। দলীয় সংগীত পরিবেশন করে সুরেলা সংগীত একাডেমী। একক গান ও নৃত্য পরিবেশন করেন কান্তা দে ও নৃত্যশিল্পী পাপিয়া দে। আরিফ আহমদ চৌধুরী ও শহিদ মিয়া বাহার রচিত এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক সুবীর মহাজন নির্দেশিত একাংকিকা নাটক ত্রি–কাঞ্চনে অভিনয় করেন হামিদ উদ্দিন, রুবাইয়া বিনতে আকবর ও তাফসিরুল ইসলাম। দ্বৈত সংগীত পরিবেশন করেন কান্তা দে ও ঐশিকা ভৌমিক এবং মোস্তাফিজুর রহমান ও তাছলিমা আক্তার শীলা। গজল পরিবেশন করেন সৈয়দ মোহাম্মদ বাকের। সবশেষে নাটক ‘এখানে অনেক কান্না’ মঞ্চায়িত হয়। নাটকটির রচনা ও একক অভিনয়ে ছিলেন তৃষ্ণা ভট্টাচার্য্য, নির্দেশনায় ছিলেন শহিদ মিয়া বাহার ও সুবীর মহাজন। প্রেস বিজ্ঞপ্তি।












