ত্রিতরঙ্গের সাংস্কৃতিক অনুষ্ঠান

| সোমবার , ২৯ ডিসেম্বর, ২০২৫ at ১১:১০ পূর্বাহ্ণ

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ত্রিতরঙ্গের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের গবেষক ডা. মাহফুজুর রহমান বলেছেন, একাত্তরের মুক্তিযুদ্ধ মূলত এদেশের সাধারণ মানুষই করেছে।

অনুষ্ঠানের আহ্বায়ক মো. সহিদুল ইসলামের সভাপতিত্বে এবং আবৃত্তিশিল্পী আবুল মাসুদের সঞ্চালনায় গত শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত এই আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন আয়োজনের সদস্য সচিব সংগীতশিল্পী কান্তা দে।

রক্তগীতি’ শিরোনামে অনুষ্ঠানে সমবেত সংগীত ও একক সংগীত পরিবেশন করেন শিল্পী আফতাব উদ্দীন এ ডিকেন্স, আক্তার কামাল চৌধুরী, কান্তা দে, মোস্তাফিজুর রহমান, পাপিয়া দে, খুরশিদ আলম এন্ট্রি, ঐশিকা ভৌমিক, তৌহিদুল আজাদ হায়দার, উমায়রা আঞ্জুমান ও প্রশান্ত দাশ অভি।

বৃন্দ আবৃত্তি ও একক আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী তৃষ্ণা ভট্টাচার্য্য, খুরশিদ আলম এন্ট্রি, রুবাইয়া বিনতে আকবর, কাজী উমাইরা আঞ্জুমান ও প্রশান্ত দাশ অভি। সমবেত সংগীত পরিবেশন করে আমন্ত্রিত সংগীত দল সুরেলা সংগীত একাডেমি। বংশীবাদনের সাথে দেশের গান পরিবেশন করেন রাহুল সরকার শুভ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটানা তিন জয়ে সেমিফাইনালে চট্টগ্রাম
পরবর্তী নিবন্ধখেলাঘর মহানগরের নাচ-গান ও আবৃত্তি পরিবেশনা