ত্রিতরঙ্গের তিন মাস ব্যাপী কর্মশালা উদ্বোধন

| রবিবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:৩৭ পূর্বাহ্ণ

বন্দর নগরী চট্টগ্রামের নন্দিত সাংস্কৃতিক সংগঠন ত্রিতরঙ্গের ৪০ বছর পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য ‘প্রমিত উচ্চারণ, আবৃত্তি, উপস্থাপনা, সংবাদ পাঠ ও বিজ্ঞাপনে কন্ঠদান’ শীর্ষক তিন মাস ব্যাপী কর্মশালা উদ্বোধন করা হয়েছে করা হয়েছে। ত্রিতরঙ্গ ৪০ বছর উদযাপন কমিটির চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক পিপলস ভিউ সম্পাদক ওসমান গনি মনসুরের সভাপতিত্বে গতকাল শনিবার বিকেল চারটায় ত্রিতরঙ্গ নাসিরাবাদ কার্যালয়ে তিন মাস ব্যাপী কর্মশালা উদ্বোধন করবেন বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট কবি রাশেদ রউফ। সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. আনোয়ার সাঈদ ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব অধ্যাপিকা ফাতেমা জেবুন্নেসা। ত্রিতরঙ্গের মহাসচিব কবি ও উপস্থাপক শাওন পান্থের পরিচালনায়

বিশ্ববিদ্যালয় ও কলেজের ৪০ জন ছাত্র ছাত্রী এই কর্মশালায় অংশ নিচ্ছে। উদ্বোধনী বক্তব্যে কবি রাশেদ রউফ বলেন, মহান ভাষা আন্দোলনের মাসে ত্রিতরঙ্গের এই কর্মশালা অত্যন্ত প্রশংসার দাবি রাখে। শুদ্ধভাবে কথা বলা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। ত্রিতরঙ্গ সেই দায়িত্বই পালন করছে। সভাপতির বক্তব্যে ওসমান গনি মনসুর বলেন, সমাজে ও রাষ্ট্রে অনেক সময অনেক পরিবর্তন আসে। অনেক কিছুই থমকে দাঁড়ায় কিন্তু ত্রিতরঙ্গ একইভাবে সমানতালে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সংগঠনটির একটি উল্লেখযোগ্য দিক কখনোই থেমে থাকেনি ত্রিতরঙ্গ।

পূর্ববর্তী নিবন্ধবারখাইন জামেয়া জমহুরিয়া কামিল মাদ্রাসার ৫২তম জলসা
পরবর্তী নিবন্ধযুবসমাজ ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আত্মনির্ভরশীল হতে পারে