ত্রাণ দিতে গিয়ে অপহৃত, টেকনাফে দুই যুবক উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ আগস্ট, ২০২৪ at ৭:৫৫ পূর্বাহ্ণ

ত্রাণ দিতে গিয়ে অপহরণের শিকার হন গাজীপুরের দুই যুবক। গত ২২ অগাস্ট তারা নিখোঁজ হন। ৩ দিন পর টেকনাফ থেকে তাদের উদ্ধার করে র‌্যাব। গত রোববার উপজেলার হ্নীলা থেকে তাদের উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব১৫’র মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম চৌধুরী।

উদ্ধার হওয়া যুবকেরা হলেন, গাজীপুর জেলার মাধবপুরের আবদুল কাদেরের ছেলে মো. লিংকন (২৮) ও মো. নইমুল্লাহর ছেলে মো. মহসিন হোসাইন।

র‌্যাব জানায়, গত ২২ অগাস্ট ত্রাণ দেওয়ার কথা বলে লিংকন ও মহসিন বাসা থেকে বের হন। পরবর্তীতে তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তাদের কোথাও খুঁজে না পেয়ে গত রোববার থানায় একটি সাধারণ ডায়েরি করে পরিবার। বিষয়টি র‌্যাবের নজরে আসলে গোয়েন্দা তৎপরতা শুরু করা হয়। তাদের মোবাইল ট্র্যাকিং করে গত রোববার ১০টার দিকে র‌্যাব১৫ টেকনাফ ক্যাম্পের একটি দল হ্নীলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে অপহৃত লিংকন ও মহসিনকে উদ্ধার করে। পরে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধবন্যায় একাকার হালদা ও চাষিদের হ্যাচারির মাছ