ত্রয়োদশ সংসদ নির্বাচন করতে ২৮০০ কোটি টাকা চায় ইসি

| বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:২৪ পূর্বাহ্ণ

ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে আলোচনার মধ্যে এই নির্বাচন পরিচালনা ও আইনশৃঙ্খলা খাতে প্রায় ২ হাজার ৮০০ কোটি চেয়েছে নির্বাচন কমিশন। স্থানীয় সরকার নির্বাচনের জন্যও প্রায় সমান বরাদ্দ চেয়েছে কমিশন। সরকারের কাছে আগামী ২০২৫২৬ অর্থবছরে বরাদ্দ চেয়ে প্রস্তাব পাঠানোর কথা বলেছেন নির্বাচন কমিশনইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ। জানতে চাইলে গতকাল বুধবার তিনি বলেন, আমরা সরকারের কাছে ২ হাজার ৭৯৪ কোটি ৫৫ লাখ টাকা চেয়েছি সংসদ নির্বাচনের জন্য। আমাদের এটা প্রাথমিক চাহিদা থাকলেও তা যাচাইবাছাই করা হবে এবং ইসি সচিবালয়ের সঙ্গে বৈঠকের পর পূর্ণাঙ্গ একটা পরিমাণ চূড়ান্ত হবে। খবর বিডিনিউজের।

তুমুল আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে হবে, এ নিয়ে আলোচনা চলছে। চলতি বছরের শেষ বা আগামী বছরের প্রথমার্ধে জাতীয় নির্বাচন করার পরিকল্পনার কথা জানিয়েছেন সরকারপ্রধান। ইসি বলছে, সরকারপ্রধানের পরিকল্পনা ধরে তারা ভোটের প্রস্তুতি নিচ্ছে।

ইসির অতিক্তি সচিব বলেন, ২ হাজার ৮০০ কোটি টাকা সংসদ নির্বাচনের জন্য চাহিদা দিলেও তা কমে আসতে পারে। সবকিছু ভোটের সময়কার পরিস্থিতির উপর নির্ভর করবে। ইসি সচিবালয়ের সঙ্গে বৈঠকের পরই সম্ভাব্য ব্যয়ের সঠিক পরিসংখ্যা পাওয়া যাবে।

পূর্ববর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে ৪৮ লাখ টাকার চেক হস্তান্তর
পরবর্তী নিবন্ধআজাদী সম্পাদকের সাথে মতবিনিময় ওয়াহিদ-দিলরুবা-রাব্বী পরিষদের