চট্টগ্রাম একাডেমি হলে মুহিব্বীনে আহলে বায়েত ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল রবিবার মহানবী হযরত মুহাম্মদ (সা🙂 এর প্রাণপ্রিয় দৌহিত্র সাইয়্যেদেনা ইমাম হাসান মুজতোবা (রা🙂 স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মাহফুজ পারভেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যারয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাফর উল্লাহ, মুহিব্বীনে আহলে বায়েত ফাউন্ডেশনের আহবায়ক শাহজাহান আলী খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করে চট্টগ্রাম দরবার শরীফের শায়েখ ছৈয়দ জাফর ছাদেক শাহ (মাজিআ)। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব ছৈয়দ ছরোয়ার আলম শাহ মিডু। এতে বক্তারা বলেন, অস্থিতিশীল সমাজে শান্তি প্রতিষ্ঠায় ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করে সৈয়দ ইমাম হাসান (রা.) চিরস্মরণীয় হয়ে আছেন। সাইয়্যেদেনা ঈমাম হাসান মুজতবা (আ.) এর পবিত্র আদর্শ অনুসরণের মাধ্যমে ইসলামের আদর্শ বাস্তবায়ন সম্ভব। প্রেস বিজ্ঞপ্তি।