সীতাকুণ্ড আসনের নব–নির্বাচিত সংসদ সদস্য এস এম আল মামুন বলেছেন, আমি এমপি হয়েছি আপনাদের ভোটে। প্রথমে আমাকে আপনাদের প্রতি ভালোবাসা রাখতে হবে। এরপর ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করতে হবে। যেটা গত ১০ বছর ইচ্ছা থাকলেও আমার পক্ষে সম্ভব হয়নি। সীতাকুণ্ড আওয়ামী লীগের অনেক নেতাকর্মী গত ১০ বছরে মৃত্যুবরণ করেছে, জীবদ্দশায় তাঁরা দলকে অনেক কিছু দিয়েছে। কিন্তু মৃত্যুর পর তাঁদের একটা স্মরণসভাও হয়নি। এখন থেকে দলীয় ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে। তিনি বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠন সমুহের উদ্যোগে আয়োজিত সভায় সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বড়দারোগাহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের এতে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আজিজুল হক, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বাহার, সাঈদ মিয়া, আবেদীন আল মামুন, মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন, সালাউদ্দিন আজিজ, তাজুল ইসলাম নিজামী, ছাদাকাত উল্ল্যা মিয়াজী, মো. শাহজাহান, দুলাল চন্দ্র দে, ওসমান চৌধুরী, তহিদুল আনোয়ার চৌধুরী স্বপন, লেলিন প্রমুখ।