মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের ত্যাগী ও পরীক্ষিত নেতারাই দলের সম্পদ। এ সম্পদ যদি অযত্নে, অবহেলায় ও অমর্যাদায় সঠিক মূল্যায়িত না হয় তাহলে তা হবে দলের জন্য অশনি সংকেত। আমরা আজ ধারাবাহিকভাবে এক যুগ ধরে ক্ষমতায়। অস্বীকার করে উপায় নেই, কিছু সুবিধাভোগী মানুষ দলে ভিড়েছে। এদেরকে ঝেটিয়ে বিদায় করার সময় এসেছে। তিনি গতকাল বুধবার বিকাল ৪টায় মোহরাস্থ জান আলী খান চৌধুরী বাড়িতে যুদ্ধকালীন পাঁচলাইশ থানার মুক্তিবাহিনীর কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা সেকান্দর হায়াত খানের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, ত্যাগী ও পরীক্ষিত সম্পদ উপেক্ষিত হওয়া অশনি সংকেত এই সরকারের সফলতা ও অর্জনের শেষ নেই। শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, মো. আবু তাহের, চেয়ারম্যান মো. মাঈনুদ্দিন, নাজিম উদ্দীন চৌধুরী, জসীম উদ্দীন, খালেদ হায়াত খান মাসুক। এর আগে খতমে কোরআন, দোয়া, মিলাদ-মাহফিল শেষে মরহুমের কবরে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।