তৌসিফ-সাদিয়ার ‘কষ্টের নাম মায়া’

| শুক্রবার , ১৯ মে, ২০২৩ at ৮:১৪ পূর্বাহ্ণ

মধ্যবিত্ত পরিবারের সন্তান রাতুল কিছুটা এলোমেলো জীবনযাপনে অভ্যস্ত। লেখাপড়া শেষ করে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছে। বাবামায়ের বড় সন্তান হিসেবে তার দায়িত্ব বেশি। ছোট ভাই আকিব ইউনিভার্সিটিতে পড়ছে। বাবা মারা গেছেন তিন বছর। অন্যদিকে, নীলা বাবামায়ের একমাত্র সন্তান। ইউনিভার্সিটিতে পড়ছে। রাতুলের সঙ্গে তার সম্পর্ক পাঁচ বছর ধরে। নীলার বাবা তাকে বারবার বিয়ের জন্য চাপ দিচ্ছে, কিন্তু নীলা চায় সে পড়ালেখা শেষ করে রাতুলকে বিয়ে করবে। নীলা রাতুলকে বিষয়টা বোঝানোর চেষ্টা করে, কিন্তু রাতুল বিয়ে করবে না। এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক ‘কষ্টের নাম মায়া’।

এতে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব, সাদিয়া আয়মানসহ অনেকে। রচনা ও পরিচালনা করেছেন পথিক সাধন। আজ (শুক্রবার) রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।

পূর্ববর্তী নিবন্ধব্যোমকেশ হয়ে দুই প্রদেশে শুটিং করবেন দেব ও অনির্বাণ
পরবর্তী নিবন্ধবাংলাদেশে প্রথম সপ্তাহে ‘পাঠান’ এর আয় কত