জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরার তালিকায় নাম উঠা ‘ফাগুন হাওয়ায়’র পর নতুন চলচ্চিত্র নির্মাণে হাত দিয়েছেন তৌকীর আহমেদ। এতে নায়িকা হিসেবে থাকছেন পরীমনি ও জাকিয়া বারী মম। ইতোমধ্যে দুই অভিনয়শিল্পীকে চূড়ান্ত করা হয়েছে জানিয়ে তৌকীর বিডিনিউজকে বলেন, ছবির নামটা শিগগিরিই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। এর আগে তার পরিচালনায় ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘দারুচিনি দ্বীপ’ চলচ্চিত্রে কাজ করেছেন মম; আর তৌকীরের চলচ্চিত্রে প্রথমবার হাজির হচ্ছেন পরীমনি।
এর আগে এক সাক্ষাৎকারে কবি জীবনানন্দ দাশকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনার কথা বলেছিলেন এ নির্মাতা। তৌকীর জানান, এই ছবিটি জীবনানন্দ দাশকে নিয়ে নয়; এটি আলাদা ছবি। গত শতকের আশির দশকে টিভি নাটকে অভিনয় শুরুর পর খ্যাতি পান তিনি। ‘নদীর নাম মধুমতি’, ‘প্রিয়তমেষু’, ‘জালালের গল্প’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করে। পরবর্তীতে ‘জয়যাত্রা’, ‘রূপকথার গল্প’, ‘অজ্ঞাতনামা’, ‘হালদা’র মতো প্রশংসিত চলচ্চিত্র নির্মাণ করে দর্শকদের মাঝে আলাদা পরিচয়ে প্রতিষ্ঠিত হন তিনি।