বিএনপির সিনিয়র যুগ্ম–মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশ থেকে দশ হাজার মাইল দূরে লন্ডনে বসে দেশের প্রান্তিক পর্যায়ের অসহায় পরিবারের খোঁজ খবর রাখেন তারেক রহমান। তাই ঢাকা থেকে প্রত্যন্ত অঞ্চলে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের নেতৃবৃন্দকে পাঠাচ্ছেন এবং তালিকা সংগ্রহ করে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন।
তিনি গতকাল বুধবার সাতকানিয়ার উত্তর সাতকানিয়ায় কালিয়াইশ গ্রামে আলহাজ্ব জাফর আহমেদ চৌধুরী সড়ক এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’ এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় অসহায় ও দুস্থ পরিবারের আলাদা দুটি ছেলে শিশু সন্তানকে চিকিৎসা সহায়তা এবং অটোরিকশা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিডিনিউজ জানায়, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না’– এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর এমন বক্তব্যে ‘কর্তৃত্ববাদী শাসনের মনোভাব’ দেখছেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, মঙ্গলবার বিএনপির কয়েকটি অঙ্গ সংগঠনের একটি সভা ছিল। সেখানে এনসিপির এক নেতা (নাসীরুদ্দীন পাটওয়ারী) নির্বিঘ্নে বলে গেলেন যে, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না’। প্রশ্ন ছুড়ে রিজভী বলেন, তো ভাই কখন নির্বাচন হবে? আপনার কথার যে সুর বা যে টোন। আপনি অনেক যুক্তি খাড়া করে একটা বিশ্লেষণী বক্তৃতা করতে পারতেন। কিন্তু গতকাল বক্তৃতার টোনের মধ্যে দেখলাম, হাসিনা যে টোনে কথা বলত, সেই টোনটাই আপনার কণ্ঠ থেকে বেরিয়েছে। আমরা আরেকটি কর্তৃত্ববাদী শাসনের সুর, কর্তৃত্ববাদী শাসকের যে ‘অ্যাটিচিউড’, মনোভাব, কালকে আমরা তার বক্তব্য থেকে পেলাম। ছেলে মানুষ কদিন আগেও ছাত্র ছিল। এদের এরকম আচরণ হওয়া উচিত না।
রিজভী বলেন, বক্তব্য থাকবে, আলাপ আলোচনা থাকবে, বিতর্ক থাকবে। বিতর্ক তো হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু আমরটাই হতে হবে আর সবটাই ভুল সবটাই খারাপ, আমরাই সবকিছু করেছি…। আশা করি যারা গণতান্ত্রিক সংগ্রামে ছিলেন আমরা আমাদের মধ্যে বিতর্ক করব। সমালোচনা করব। কিন্তু আমরা কিছু কিছু ‘কমন পয়েন্টে’ আমাদেরকে একত্রিত হয়ে কাজ করতে হবে, তা নাহলে পলাতক দোসর ওদের প্রচুর কালো টাকা আছে, অস্ত্র আছে। তারা নানাভাবে এই সমাজের মধ্যেই অবস্থান করছে এবং মাঝে মাঝে মাথা তোলার চেষ্টা করছে। অনেক জায়গায় নাশকতামূলক কাজ করছে। সুতরাং গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধভাবে কাজ করে আমাদেরকে এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র ও বহুমাত্রিক গণতন্ত্রের পথচলা আমাদের নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, আজকে নির্বাচন প্রলম্বিত হয়েছে বলে এই অবস্থা। তারপরে সরকার একটি তারিখ দিয়েছেন। সবাই আলাপ আলোচনা করে আমরা ওটাকেই মেনে নিয়েছি। হ্যা, রোজার পূর্বেই নির্বাচনটা হলে সব দিক থেকে স্বস্তি মিলতে পারে। সবদিকে একটা শান্তি নেমে আসতে পারে। এজন্য যে একটি জবাবদিহিতামূলক সরকার হবে এবং সেই সরকারের একটা বড় ধরনের ন্যায্যতা বৈধতা থাকে।
আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংক লুটপাট হয়েছে মন্তব্য করে রিজভী বলেন, আপনাদের চট্টগ্রামেরই এক মন্ত্রী সাইফুজ্জামান জাবেদ। চেনেন না তাকে? ১৭ কোটি পাউন্ড পাচার করেছে বাংলাদেশ থেকে এবং লন্ডনেই ৩০০টা তার সম্পত্তি। সেটা লন্ডনের একটি পত্রিকায় উঠেছে, টেলিগ্রাফে। তারা ছিঁচকে চোর ছিল না। তারা ছিলেন বড় ধরনের চোর। এটা তো একটা, যেটা জানা গেছে। আরও অজানা যে কত আছে তার কোনো হিসাব নেই। এগুলো ধরা হচ্ছে। অর্থ মন্ত্রণালয় নানাভাবে কাজ করছে। অগ্রগতি হচ্ছে।
অনুষ্ঠানে গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধা আজিজ নূরকে চিকিৎসা সহায়তা দেওয়া হয়। ‘আমরা বিএনপি পরিবার’–এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সহ–সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ‘আমরা বিএনপি পরিবার’–এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সংগঠনের সদস্য সচিব মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি। আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির লায়ন হেলাল উদ্দিন, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, রাজীব জাফর চৌধুরী, মুজিবুর রহমান, নূরুল আনোয়ার মিঠু প্রমুখ।