নগরের ষোলশহর ভূমি অফিস সংলগ্ন চশমা খালের পাড়ে বসে কাঁদছিলেন আলী কাউসার। কিছুক্ষণ পরপর তিনি বলছিলেন, বাবা, বাবা, আমার যাদু, কোথায় আছিস? আমার যাদু। আমার ছেলেকে পাব কোথায়?
তবে এই আর্তনাদ স্পর্শ করেনি কাউকে। কেউ প্রয়োজনও মনে করেনি এ আকুলতার কারণ জানার। গত সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে বোতল কুড়াতে গিয়ে চশমা খালে পড়ে নিখোঁজ হয় কাউসারের ছোট ছেলে মো. কামাল উদ্দিন (১৪)। পরে খবর পেয়ে ওইদিন সন্ধ্যা থেকে অনেক খোঁজাখুঁজি করেও ছেলেকে পাননি তিনি। শেষে ছুটে আসেন রাস্তায়। সেখানে টহল পুলিশের একটি গাড়ি দাঁড়ানো ছিল। এতে আশার আলো দেখতে পান তিনি। তবে পরক্ষণেই হতাশ হয়ে ফিরে আসেন খালপাড়ে। কারণ ছেলের নিখোঁজের কথা জানালেও সেই গাড়িতে থাকা পুলিশ সদস্যরা কোনো সহযোগিতা করেননি বলে দাবি করেছেন কামালের বাবা কাউসার। ছেলের নিখোঁজের খবর কাউকে জানাননি? এমন প্রশ্নে তিনি সাংবাদিকদের বলেন, পুলিশকে বলছি। তারা (পুলিশ) বলেছে, তোর ছেলে হারিয়েছে, তুই খুঁজে বের কর।
গতকাল বিকালে ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ চলার সময় কাউসার আলী বলেন, আরেক ছেলের সাথে খেলতে খেলতে নালায় পড়েছে। সন্ধ্যায় খবর পেয়ে আমি এসে নালায় খুঁজেছি। ময়লার জন্য বেশিদূর যেতে পারিনি। অনেক চেষ্টা করে খুঁজেও ছেলেকে পাইনি। পুলিশের সহযোগিতা না করা নিয়ে কাউছার আলীর অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) জাহেদুর রহমান দৈনিক আজাদীকে বলেন, ডিসি, এডিসি স্যারসহ আমি ঘটনাস্থলে গিয়েছি। তার (কাউছার আলী) সঙ্গে কথা বলেছি। কিন্তু আমাদের একবারও সেই কথা বলেনি।