আমি কিন্তু রাগে লালচে আকার ধারণ করে আছি ;
আমার দু‘চক্ষে এখন তাই একটা উতালপাতাল নদী করছে নাচানাচি!
ধুতরাগাছের মতো এ–ই হৃদয়–গভীরে আজ তাই ভীষণ কচলাকচলি
মনকে এতো শোধরাই তবু কেন সারাদিন তোমার সাথে ঝগড়া করতে চলি?
ভালোবাসার আদিখ্যেতা বলতে আসলে এই বুঝি যা…
যেন আচ্ছা করে খেতে দেওয়া তোমার হাতের একটা করমচা!