তোমার বিস্ময়কর সৌন্দর্য

মাছরুর চৌধুরী | রবিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৭:৩৯ পূর্বাহ্ণ

এমন একটি রৌদ্র দুপুর হয়তো আসবে, সেদিন তোমার অতি যত্নে লালন করা গোলাপ, গাঁদা, বেলী, সন্ধ্যামালতীসহ বিভিন্ন ফুলসমৃদ্ধ গাছগুলোর পাশে আনমনে দাঁড়াব। মনের অজান্তে একটি গোলাপের পাপড়ি ছিঁড়ে ফেলতে না ফেলতেই তুমি হাজির। আর আমাকে আমার বাম হাতটা ধরে তোমার কোমল হাত দিয়ে ঘুরিয়ে আমার দাঁড়ানোর অবস্থানটা পরিবর্তন করে দিয়ে তোমার মুখোমুখি করে দিলে। আমি থতমত খেয়ে তোমার দিকে তাকানোর চেষ্টা। তুুমি বরাবরই কোমরে হাত দিয়ে পাপড়ি ছেঁড়ার অপরাধে বকুনিঝকুনি শুরু করে দিলে। আমি অবাক দৃষ্টিতে তোমার দিকে চেয়ে আছি।আমার উপর রাগ ঝাড়তে তোমার খিটখিটে মেজাজের মাঝে দেখতে পাচ্ছি, তোমার কপালের ভাঁজ কুচকে গেছে। তোমার কর্কশ কন্ঠটি এক বজ্রকন্ঠে রূপ নিয়ে অনর্গল ঠোঁট নেড়ে আকস্মিক একটা লেকচারে কুপোকাত করছে। আর তোমার মায়াবী চোখের ভাবের ধরণ পাল্টে গিয়ে রক্তচক্ষুতে রূপ নিয়ে আগুন ঝরাচ্ছে। এসব দেখতে দেখতে আমার বিষাদভরা চাহনির অপলক দৃষ্টির ধ্যানের অবসাদ হল। তারপর তোমার সহজাত অভ্যাসে তোমার বৃদ্ধ আঙুল দিয়ে আমার পায়ের উপর চাপ, মানে কিঞ্চিৎ ব্যথাদান করে চলে গেলে। তারপর তোমার রুপ সৌন্দর্য নিয়ে নতুন করে ভাবনায় মশগুল হলাম। রেগে গেলে তোমার সৌন্দর্য এক বিস্ময়কর রূপ ধারণ করে।তুমি বড় রহস্যময় এক সৌন্দর্য ছড়ানো স্বর্গীয় ঐশ্বর্য।

পূর্ববর্তী নিবন্ধশ্রদ্ধায় ভালোবাসায় আবু তাহের ভাই
পরবর্তী নিবন্ধআমাদের গল্পগুলো