সমাজের ঈর্ষণীয় অবস্থানে থাকলেও সে কিন্তু রিজেক্টড হয়, এই যেমন ‘ডায়ানা কি কম সুন্দরী ছিলেন? তিনিও তো রিজেক্টেড হয়েছেন!’ ঐশ্বরিয়া সে কি কম সুন্দরী? তিনিও তো অবহেলিত! তাতে কী! প্রিন্সেস শেখ মেহেরারও বিচ্ছেদ হলো। তাহলে একটু চিন্তা করে দেখা যাক? এটা আসলে রিজেক্টেড হওয়ার ব্যাপার না। ব্যাপার হল, মূল্যায়ন করতে না পারা। ঐ যে একটা কথা আছে না, ‘সে জানলো না যে, সে কি হারালো!’ যে মূল্যায়ন করতেই পারেনি, তার কাছে তোমার থাকা বা না থাকায় কিছুই আসে যায় না। তোমার রূপ, অবস্থান, শিক্ষা,সভ্যতা, ধন–দৌলত, মায়া কিছুই তার উপর প্রভাব ফেলতে পারবে না। ঝড় So there is no reason to feel rejection. তোমার তুলনা কেবলই তুমি মেয়ে এবং আমার কি মনে হয় জানো, তারা তো নিজের মূল্যায়নই করতে জানে না। তাই তো হীরে পেয়েও চকচকে কাচের টুকরোর পেছনে ছুটে। সময়ের ব্যবধানে যে কাচে সে নিজেই একদিন ক্ষতবিক্ষত হয়। এমন কি মূল্যায়ন করতে না পারায়, পরে সেও কারো কাছে মূল্যহীন হয়! ঝড়, So stay strong girls, the world will be yours