তুমি ছুঁয়ে দিলে তাই —–
আকাশের মেঘমালা আমার চুলে দোল খেলো।
তুমি ছুঁয়ে দিলে তাই—-
বৃষ্টির রিনিঝিনি শব্দ আমার হাতে চুড়ি পরালো।
তুমি ছুঁয়ে দিলে তাই—-
কালো অমাবস্যা আমার চোখে কাজল এঁকে দিল।
তুমি ছুঁয়ে দিলে তাই—-
সাগরের জলতরঙ্গ আমার পায়ে নূপুর পরালো।
তুমি ছুঁয়ে দিলে তাই —–
পড়ন্ত সূর্যের আবছায়া আমাকে চঞ্চলতা দিলো।
তুমি ছুঁয়ে দিলে তাই —–
সন্ধ্যার তারকারাজি আমাকে শিহরিত করলো।
তুমি ছুঁয়ে দিলে তাই —–
চাঁদের জোছনা আমাকে পুলকিত করলো।
তুমি ছুঁয়ে দিলে তাই —-
বৃষ্টির উন্মাদনা আমাকে ব্যাকুল করলো
তুমি ছুঁয়ে দিলে তাই —-
নির্ঘুম রজনী ক্লান্তি দিলোনা আমার অবয়বে।
কি সুখ ছিল তোমার অদৃশ্য ছোঁয়ায়!
কখনো এক রোমাঞ্চকর আকুতি,
কখনো স্বপ্নমুখর পরিতৃপ্তি।
বলতে পারো,
কেন এতো মোহমায়া?
ভালোলাগা শুধুই ভালোলাগা।