তোমার চলে যাওয়া

জাবীদ মাইন্‌উদ্দীন | বৃহস্পতিবার , ৩১ জুলাই, ২০২৫ at ৭:৪৯ পূর্বাহ্ণ

নিঃশব্দে পুড়িয়ে মেরেছো

বিস্তীর্ণ জনপদ,অযুত হাজার প্রাণ,

নিঃশব্দেই চলে যেতে চাও

বিজয়ীর মুকুট পরে

এতোই কি সহজ

এভাবে চলে যাওয়া

ধর্মের আলখেল্লা পরে,

মৌনতায় শুঁকে নিও পোড়ামাটির ঘ্রাণ

বাড়ি যাবার কালে

নিঃশব্দে উড়িয়েছো অনাগত সহস্র মুখ,

স্বপ্নের আমৃত্যু দীর্ঘশ্বাস,

পরিবর্তিত মলাটের কান্না

কুঁড়ে কুঁড়ে খাবে

মুকুটের মিথ্যে পালক

নিঃশব্দে চলে যাবে অশ্রুকাতর

সহযোগী দুষ্কৃতির

বুকে ঘষে বুক

হাউমাউ স্বর, হাস্যকর,

এতো সহজেই চলে যাবে তুমি

নিষ্পাপ গোলাপের মালায়

নিঃশব্দে বাধা পড়া তুমি

অলৌকিক অভিশাপে

নিঃশব্দে নয়,

অপূর্ব কোলাহলে হোক

তোমার পংকিল চলে যাওয়া….

পূর্ববর্তী নিবন্ধসকালের প্রলম্বিত ছায়াটার সাথে
পরবর্তী নিবন্ধদুঃখের সমীক্ষা