আলেয়া হয়ে বসে আছো তুমি। তোমার
চোখের ছায়ায় পাতাঝরা শীতের আমেজ,
উড়ে যাওয়া শুকনো হাওয়া তোমাকে ছুঁয়ে
চলে যায় দেশান্তরে।
আমার হৃদয়ের চোরা কুঠুরিতে ঢোলক বাজে
তুমি কি শুনতে পাও?
যে দূরত্বে আছো, সে দূর দূর নয়, কাছের
আমার আকাশের সীমা তোমার আকাশের
সীমায় একাকার হয়ে এক আকাশ
আদিগন্ত বিস্তৃত রয়েছে অবিনাশ।