তোমায় আমি খুঁজি

তাহেরা বেগম | বৃহস্পতিবার , ৫ অক্টোবর, ২০২৩ at ৪:৫৬ পূর্বাহ্ণ

তোমায় আমি খুঁজি

শ্রাবণের নিকষ কালো মেঘে

বৃষ্টির অস্পষ্ট ধারার জলে

কালো মেয়ের অবুঝ মনের

রঙিন স্মৃতিতে।

আর যখন শ্রাবণের স্পর্শে

প্রেমিকার হৃদয়ে জাগে

মিলনের ব্যাকুলতা।

যখন পাতার আড়ালে নৈবদ্য সাজিয়ে

হেসে উঠে কেয়া আর দোলনচাঁপা।

যখন শরতের শুভ্র মেঘ

ভেসে বেড়ায় আকাশের স্নিগ্ধ শ্যামলিমায়।

আমি এখন নক্ষত্রের সারিতে হেঁটে হেঁটে

খুঁজি তোমাকে তারার মেলায়

আর প্রভাতের সূূর্যের আলোয়।

পূর্ববর্তী নিবন্ধধাঁধা
পরবর্তী নিবন্ধস্বপ্ন বিলাস