তুমি একবার বল যদি
পাড়ি দেব খরস্রোতা নদী,
যদি বলো, উতাল তরঙ্গে
বঙ্গোপসাগরের স্রোতের বিহঙ্গে।
ভালোবাসা দেব যতটুকু চাও
দেব ভরিয়ে, সবটুকু নাও।
আমি কত ছলে কৌশলে
তোমাকে পুষি, শুধু সরগম,
উদার উচ্ছাসে আবৃত রাখি
হৃদয়ে চুমি ভালোবাসায় অহম।
এতো বলি, তোমাকে চাই
বলো আর কিভাবে বোঝাই!












