আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদের ভাতিজা এবং ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপনকে ঢাকার শাহজাহানপুর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি করে ঢাকার মহানগর হাকিম মো. সেফাতুল্লাহ গতকাল বুধবার স্বপনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রসিকিউশন পুলিশের এসআই রুকনুজ্জামান বলেন, মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের ইন্সপেক্টর মো. হাবিবুর রহমান আসামি স্বপনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। তবে মামলার মূল নথি না থাকায় জামিন শুনানি হয়নি। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। মূল নথি পাওয়ার পর জামিনের বিষয়ে শুনানি হবে। স্বপনকে বুধবার রাত ১২টা ৪০ মিনিটের দিকে শাহজাহানপুরের গুলবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। খবর বিডিনিউজের।
মামলার অভিযোগে বলা হয়, গত ১৮ মে বিকেল ৫টার দিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অজ্ঞাতনামা ৪০–৫০ জন নেতাকর্মী মালিবাগ রেলগেট থেকে মৌচাকে বিক্ষোভ মিছিল করে। তারা সরকার ও রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্ন, ক্ষতিসাধনের ষড়যন্ত্র ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা বাস্তবায়নের জন্য রাষ্ট্রবিরোধী মিছিল বের করে। আসামিরা নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিলিত হয়ে উগ্র ও রাষ্ট্রবিরোধী স্লোগান দেয়। মিছিলে স্বপন চেয়ারম্যানও অংশ নেন। এ ঘটনায় শাহজাহানপুর থানায় ১৯ মে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।