ক্রিকেট ম্যাচ চলাকালে ছয়টি মোবাইল চুরির অভিযোগ এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তোফাজ্জল হোসেন নামে একজনকে আটক করে। তাকে ফজলুল হক মুসলিম হলে নিয়ে যাওয়া হয়, ক্যান্টিনে খাবার খাওয়ানো হয়। এর পর তাকে শারীরিক নির্যাতন করা হয়। এবং এতে তার মৃত্যু ঘটে। পরে এ ঘটনা নেটে ছড়িয়ে পড়লে ক্ষোভে জ্বলে দেশ।