তোতা পাখির আক্রমণ মোকাবিলায় হিমশিম আর্জেন্টিনার শহর

| বুধবার , ২ অক্টোবর, ২০২৪ at ৪:৫৫ পূর্বাহ্ণ

আর্জেন্টিনার পূর্বাঞ্চলীয় আটলান্টিক উপকূলের কাছে হিলারিও আসকাসুবি শহরে সমস্যা হয়ে দাঁড়িয়েছে তোতা পাখি। হাজার হাজার সবুজহলুদলাল রঙের তোতাপাখি শহরটিতে ছেয়ে গেছে। পাখিদের মোকাবেলায় হিমশিম খাচ্ছে অধিবাসীরা। জীববিজ্ঞানীরা বলছেন, আশেপাশের পাহাড়ি এলাকায় বনভূমি ধ্বংসের কারণে পাখিরা শহরে চলে এসেছে। তারা বৈদ্যুতিক তারে কামড় দিয়ে বিদ্যুৎ বিভ্রাট ঘটাচ্ছে। আর পাখিদের কিচিরমিচির ডাক এবং বিষ্ঠায় অধিবাসীরা হচ্ছে অতিষ্ঠ। জীববিজ্ঞানী ডায়ানা লেরা বলেন, আশেপাশের পাহাড়ের বনভূমি ধ্বংস হওয়ার কারণে পাখিরা খাবার, আশ্রয় ও পানির খোঁজে শহরগুলোর কাছাকাছি চলে আসছে। আর্জেন্টিনার বনাঞ্চলের বড় একটি অংশ গত কয়েক বছরে ধ্বংস হয়ে গেছে বলে তিনি উল্লেখ করেন। গত কয়েক বছর ধরে তোতাপাখিরা শরৎ ও শীতকালে শহরে আশ্রয় নেওয়া শুরু করেছে। কখনও কখনও শহরের প্রতি ৫ হাজার মানুষের বিপরীতে ১০টি করে তোতাপাখি থাকে বলে জানিয়েছেন স্থানীয়রা। গ্রীষ্মকালে পাখিরা প্রজনন মৌসুমের জন্য দক্ষিণের প্যাটাগোনিয়া পাহাড়ে চলে যায়।

পূর্ববর্তী নিবন্ধলেবাননে স্থল হামলা শুরু, ইসরায়েলের লক্ষ্য হিজবুল্লাহর ঘাঁটি
পরবর্তী নিবন্ধতেল আবিবে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা