তৈলারদ্বীপ সেতুর টোল বন্ধের দাবিতে মানববন্ধন

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ২৯ ডিসেম্বর, ২০২৪ at ১০:৫৪ পূর্বাহ্ণ

আনোয়ারাবাঁশখালী সীমান্তের সাঙ্গু নদীর তৈলারদ্বীপ সেতুতে আবারো টোল নেওয়ার নির্দেশের প্রতিবাদে এবং স্থায়ীভাবে তৈলারদ্বীপ সেতুর টোল আদায় বন্ধের দাবিতে ছাত্রসমাজের ব্যানারে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার বিকেলে তৈলারদ্বীপ সেতু বাঁশখালী অংশে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য মুহাম্মদ নিজাম উদ্দিন, লিগাল এইট কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম, মোহাম্মদ মারুফ, মো. মাহফুজুর রহমান, মো. শাকিল মাহমুদ, বাঁশখালী উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব আবদুল মন্নান, বাংলাদেশ সড়ক ও মহাসড়ক পণ্য পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জয়নাল খাঁন লাদেন, বাঁশখালী সিএনজি সমিতির সভাপতি মাহমুদুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, মো. শোয়াইব, বাঁশখালী উপজেলা ট্রাক শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ হোসেন, সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, মো. কফিল উদ্দিন, মো. নাজিম উদ্দিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাঙ্গু নদীর ওপর বিভিন্ন স্থানে একইরকম আরও ৬টি সেতু থাকলেও ওই সেতুগুলো থেকে টোল আদায় হয় না। একমাত্র তৈলারদ্বীপ সেতু থেকে ১৮ বছর ধরে টোল আদায় হচ্ছে। সাঙ্গু নদীর তৈলারদ্বীপ সেতুটি কম দূরত্বে বেশি টোল আদায়ের অন্যতম নজির। আমাদের প্রাণের দাবি, সেতুটি যেহেতু দেশীয় টাকায় নির্মিত তাই টোল আদায় বন্ধ করার ঘোষণা দেয়া হোক।

তৈলারদ্বীপ সেতুর টোল আদায় ৫ মাস যাবত বন্ধ রয়েছে। ৫ আগস্টের পর থেকে বন্ধ থাকা এই সেতুর টোল আবারও নেয়ার নির্দেশ দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। গত ১৯ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে টোল নেয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে পুনরায় টোল আদায়ের উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেয়া হয়। বিজ্ঞপ্তিটি সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছার খবরে এতদিন টোল বন্ধের জন্য যারা আন্দোলন করে আসছিলেন, তাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এদিকে টোল আদায়কে কেন্দ্র করে প্রশাসন ও জনগণ মুখোমুখি অবস্থানে রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবিভিন্নস্থানে শীতবস্ত্র বিতরণ
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের আধুনিক শিক্ষার পাশাপাশি কুরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে