তৈয়্যবিয়া গাউছিয়া মাদরাসায় সালানা জলসা অনুষ্ঠিত

| শনিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:০৯ পূর্বাহ্ণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও পবিত্র মিরাজুন্নবী ফাতেয়া ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে গত বৃহস্পতিবার গাউছিয়া তৈয়্যবিয়া দাখিল মাদরাসায় ১৬তম সালানা জলসা অনুষ্ঠিত হয়েছে।

শাইখুল মাশায়েখ আল্লামা সোলায়মান আনসারীর সভাপতিত্বে ও মাওলানা নুরুল আবছারের পরিচালনায় শুরুতে প্রতিবেদন পাঠ করেন মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম নেজামী। এতে প্রধান অতিথি ছিলেন ছিপাতলী জামেয়া গাউছিয়া মঈনীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ মোহাম্মদ ফরিদ উদ্দিন। প্রধান বক্তা ছিলেন মাওলানা মুহাম্মদ ওমর ফারুক নঈমী।

বিশেষ অতিথি ছিলেন আল্লামা আহমদ হোসাইন আল কাদেরী, আল্লামা মুফতি মোহাম্মদ হেলাল উদ্দিন আলকাদেরী, আল্লামা নূর মোহাম্মদ আল কাদেরী, মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম নেজামী।

বিশেষ বক্তা ছিলেন মাওলানা সৈয়দ মুহাম্মদ মফজল আলম, হাফেজ মাওলানা মোহাম্মদ জাহেদুল ইসলাম আজহারী, মাওলানা সৈয়দ আখতার হোসাইন, হাফেজ সৈয়দ মুহাম্মদ ইসমাইল, ইসমাইল কোম্পানি, মো. রফিকুল ইসলাম, শওকত আলী, মো. জসিম উদ্দিন, মো. আবু নাজেম, আমির হোসেন মুন্সী, মাওলানা ইদ্রিস, মাওলানা নুরুল আবছার, আবু নাছের আজাদ, ঈসা আহাম্মদ, মাহমুদ রেজা, মাসুদুল আলম, ক্কারী লোকমান আনসারী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅবকাঠামো উন্নয়নে পাল্টে যাচ্ছে সীমান্তের দীপশিখা ঠেগা খুব্বাং উচ্চ বিদ্যালয়
পরবর্তী নিবন্ধরোটারি ক্লাব অফ চিটাগং খুলশী সেন্ট্রালের কম্বল বিতরণ