তেল সংকট, নগরের অর্ধেক ওয়ার্ডে টিসিবির পণ্য বিক্রি বন্ধ আছে

এখনও ১৯টি ওয়ার্ডে নভেম্বর মাসের কার্যক্রম শুরু করা যায়নি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩ ডিসেম্বর, ২০২৪ at ১০:১৭ পূর্বাহ্ণ

সরকার টিসিবির মাধ্যমে সারাদেশে সাধারণ মানুষের জন্য ন্যায্যমূল্যে পণ্য (চাল, ডাল ও তেল) বিক্রি কার্যক্রম অব্যাহত রেখেছে। টিসিবির ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন তেলের প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৭০ টাকা।

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) প্রতি মাসেই নগরীর ৪১ ওয়ার্ডে ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি যাদের কার্ড নেই (নন কার্ডধারী) তাদের মাঝেও ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে। কিন্তু নভেম্বর মাসের পণ্য বিক্রি কার্যক্রমের মধ্যে এখনো নগরীর ৪১ ওয়ার্ডের মাত্র ১২টি ওয়ার্ডের কার্ডধারীদের মাঝে পণ্য বিক্রি কার্যক্রম সম্পন্ন হয়েছে। তেল সংকটের কারণে এখনো অবশিষ্ট ওয়ার্ডসমূহে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করতে পারেনি টিসিবি। তবে নগরীর ২০টি পয়েন্টে ট্রাকসেল কার্যক্রম চালু রয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চট্টগ্রাম অঞ্চলের অফিস প্রধান শফিকুল ইসলাম আজাদীকে বলেন, আমাদের নভেম্বর মাসের কার্যক্রম (চাল, ডাল ও সয়াবিন তেল) শুরু হয়েছিল। কিন্তু তেল সংকটের কারণে সবগুলো ওয়ার্ডে কার্যক্রম শেষ করতে পারিনি। যখন যতটুকু পাচ্ছি সেই টুকু দিয়ে সামাল দিচ্ছি। এখন পর্যন্ত ১২টি ওয়ার্ডে নভেম্বর মাসের পণ্য বিতরণ সম্পন্ন করেছি। তেল না পাওয়ায় অন্যান্য ওয়ার্ডগুলোতে এখনো শুরু করা যায়নি। অন্যান্য পণ্য সব (চালডাল) আছে। শুধু তেল নেই। তেল পেলে সবগুলো ওয়ার্ডে আমরা কার্যক্রম শেষ করতে পারবো। তবে আমাদের ট্রাক সেল চলছে। নগরীর ২০টি পেয়েন্টে প্রতিদিন ট্রাকসেল চালু আছে। আগামী জানুয়ারি থেকে স্মার্ট ফ্যামিলি কার্ডে পণ্য বিতরণ কার্যক্রম শুরু হবে।

চট্টগ্রামে টিসিবির ৫ লাখ ৩৫ হাজার ফ্যামিলি কার্ডের মধ্যে ইতোমধ্যে আড়াই লাখের মত হাতে লেখা কার্ড ‘স্মার্ট ফ্যামিলি কার্ডে’ রূপান্তর করা হয়েছে। এখনও অবশিষ্ট কার্ড ‘স্মার্ট ফ্যামিলি কার্ডে’ রূপান্তর করা যায়নি বলে জানান টিসিবি চট্টগ্রাম অঞ্চলের অফিস প্রধান শফিকুল ইসলাম। যাচাইবাছাই করে জেলা প্রশাসন তথ্য দেওয়ার পর অবশিষ্ট নাগরিকের স্মার্ট ফ্যামিলি কার্ড তৈরি হবে বলে জানান তিনি। টিসিবির চট্টগ্রাম অঞ্চলিক অফিস থেকে জানা গেছে, ডিসেম্বর পর্যন্ত আগের হাতে লেখা ফ্যামিলি কার্ড দিয়ে পণ্য নিতে পারবেন ভোক্তারা।

আগামী জানুয়ারির ১ তারিখ থেকে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের সংশ্লিষ্ট ডিলারের মোবাইলে নিজেদের কার্ড স্ক্যান করে তবেই পণ্য নিতে হবে। টিসিবির নতুন স্মার্ট ফ্যামিলি কার্ডগুলো অনেকটা ভোটার আইডি কার্ডের মত। টিসিবি গত ৩৪ মাস ধরে আগের হাতের লেখা কার্ডগুলোকে তাদের ওয়েরসাইটে ডাটাবেইজ সিস্টেমে যুক্ত করেছেন এবং সংশ্লিষ্ট কার্ডধারীদের আগের হাতের লেখা কার্ডগুলোকে স্মার্টকার্ডে রূপান্তর করেছেন।

পূর্ববর্তী নিবন্ধআজাদীর সাবেক সহকারী সম্পাদক মাহবুব উল আলমের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধআরভি মিন সন্ধানী জাহাজ পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা