রমজান মাস আসলেই দেশের এক শ্রেণির মুনাফাখোর অসৎ ব্যবসায়ী নামধারী দুষ্কৃতকারীরা বাজারে পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বৃদ্ধির পাঁয়তারা করে। প্রতি বছরের ন্যায় এই বছরও পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগেই বাজার থেকে উধাও বোতলজাত ভোজ্যতৈল। বর্তমানে খোলা সয়াবিন তৈল প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৮৫ টাকা অথচ সরকার নির্ধারিত মূল্য হচ্ছে ১৫৭ টাকা অর্থাৎ প্রতি লিটারে ক্রেতার কাছ থেকে হাতিয়ে নিচ্ছে ২৫ থেকে ২৮ টাকা। ট্যারিফ কমিশনের তথ্যমতে দেশে ভোজ্যতেলের চাহিদা প্রতিদিন ৫ হাজার টন হলেও রমজান মাসে এর চাহিদা বেড়ে দ্বিগুণ হওয়ার কারণে কিছু অসাধ ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে এই সুযোগে জনগণের পকেট কাটা শুরু করে। পবিত্র রমজান মাসে সাধারণ ধর্মপ্রাণ মানুষের দুর্ভোগ লাগবে ভোজ্যতেল নিয়ে মুনাফাখোর ব্যবসায়ীদের দৌরাত্ম্যের লাগাম টেনে ধরার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সরকারের দায়িত্বশীলদের প্রতি আহবান জানাচ্ছি।
আবদুর রহিম
কমার্স কলেজ রোড, মতিয়ারপোল।