তেল আবিবে গাড়ি ও ছুরি হামলা হামাস বলল বীরোচিত অভিযান

| বুধবার , ৫ জুলাই, ২০২৩ at ৮:০৫ পূর্বাহ্ণ

ইসরায়েলের রাজধানী তেল আবিবে এক গাড়ি চালক একটি শপিং সেন্টারের কাছে পথচারীদের ধাক্কা দিয়েছে এবং পরে গাড়ি থেকে নেমে আশেপাশের মানুষের ওপর ছুরি হামলা চালিয়েছে। ইসরায়েলের কর্মকর্তারা গতকাল মঙ্গলবার এ খবর জানিয়েছেন। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে কয়েকবছরের মধ্যে ইসরায়েলের বড় ধরনের সামরিক অভিযান শুরুর দ্বিতীয় দিনে ঘটনা ঘটেছে। খবর বিডিনিউজের। ইসরায়েলি পুলিশের এক মুখপাত্র সিএনএন কে বলেছেন, তেল আবিবের উত্তরে পিঞ্চাস রোসেন সড়কে গাড়ি হামলা সন্ত্রাসী তৎপরতা। গাড়িচালক অস্ত্রধারী এক ব্যক্তির হাতে নিহত হয়েছে। আহত ৪৬ বছর বয়সী এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ইসরায়েলের জরুরি চিকিৎসাসেবা বিভাগের প্রধান কর্মকর্তা। ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস একে বীরোচিত অভিযান বললেও হামলার দায় স্বীকার করেনি। গোষ্ঠীটির মুখপাত্র আব্দুল লতিফ আল কানোয়া এক বিবৃতিতে বলেছেন, জেনিন শরণার্থী শিবিরে আমাদের জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে। ফিলিস্তিনের ইসলামিক জিহাদ গোষ্ঠীও মঙ্গলবার তেল আবিবে ওই হামলার প্রশংসা করে এক বিবৃতিতে বলেছে, জেনিনে যা ঘটছে তার জবাবেই এমন ঘটনা ঘটেছে। তেল আবিবে হামলা ঘটনার দায় স্বীকার করেনি ইসলামিক জিহাদও।

পূর্ববর্তী নিবন্ধফুকুশিমার তেজস্ক্রিয় পানি সাগরে ছাড়ার অনুমতি দিল আইএইএ
পরবর্তী নিবন্ধজেনিনে ১০ ফিলিস্তিনি নিহত