তেল আবিবকে মাটিতে মিশিয়ে দেওয়ার হুমকি ইরানের

| রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:১৩ পূর্বাহ্ণ

ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) জেনারেল ইব্রাহিম জব্বারি তেল আবিবকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার হুমকি দেওয়ার পর ইসরায়েল বলেছে তারা তেহরানের যে কোনো হামলা মোকাবেলায় প্রস্তুত। খবর বিডিনিউজের।

গত এক সপ্তাহ ধরে ইসরায়েল ও ইরানের কর্মকর্তাদের মধ্যে এরকম সিরিজ হুমকি বিনিময় চলছে বলে জানিয়েছে এনডিটিভি। তার মধ্যেই বৃহস্পতিবার জব্বারি চলমান এক মহড়ায় প্যারামিলিটারি বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেন, নির্ধারিত সময়েই অপারেশন ট্রু প্রমিজ থ্রি হবে, আর তাতেই ইসরায়েলকে ধ্বংস করা হবে। ইরান গত বছরের এপ্রিল ও অক্টোবরে দুই দফায় ইসরায়েলে যে হামলা চালিয়েছিল সেগুলো অপারেশন ট্রু প্রমিজ ও অপারেশন ট্রু প্রমিজ টু নামে পরিচিত। অপারেশন ট্রু প্রমিজ থ্রি হবে সঠিক সময়ে, নির্ভুলতার সাথে হামলা হবে যা ইসরায়েলকে ধ্বংস করবে এবং তেল আবিব ও হাইফাকে মাটিতে মিশিয়ে দেবে, বৃহস্পতিবার বলেন জব্বারি। এর জবাবে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সা’র বলেন, ইতিহাস থেকে যদি ইহুদিরা কিছু শিখে থাকে, তা হলো তোমার শত্রু যদি বলে তোমাকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, তাহলে সেটা বিশ্বাস করো। আমরা প্রস্তুত। জব্বারির দিন কয়েক আগে আইআরজিসির ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলি ফাদাভি ও আইআরজিসির এরোস্পেস বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলি হাজিজাদেও ইসরায়েলকে ধ্বংসের হুমকি দেন। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি এ হুমকি বিনিময় এমন এক সময়ে হচ্ছে যখন আইআরজিসি তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়াচ্ছে। ইরান সমপ্রতি চীনের কাছ থেকে রকেটের জ্বালানি বানাতে দরকারি রাসায়নিক পেয়েছে বলে খবর বেরিয়েছে। আইআরজিসি এর মধ্যে দক্ষিণের কৌশলগত জলসীমায় হামলায় সক্ষম এমন ক্ষেপণাস্ত্রের নতুন একটি ভূগর্ভস্থ ঘাঁটির ছবিও প্রকাশ করেছে।

পূর্ববর্তী নিবন্ধখনিজ না দিলে ইউক্রেনে স্টারলিংক বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধস্বামীর পঞ্চম বিয়ে, মধ্যরাতে স্ত্রীর দায়ে কোপে মৃত্যু আলাউদ্দিনের