জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও মূল্য প্রত্যাহারের দাবিতে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুবসেনা ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর দক্ষিণ। গতকাল শনিবার বিকাল তিনটায় নগর দক্ষিণ ইসলামী ফ্রন্ট সভাপতি নুরুল ইসলাম জিহাদির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যক্ষ সউম আবদুস সামাদ। মাওলানা আশরাফ হোসাইন ও জামাল উদ্দীনের সঞ্চালনায় বিক্ষোভ কর্মসূচিতে প্রধান বক্তা ছিলেন মুহাম্মদ নূরুল্লাহ রায়হান খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট নেতা মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, মাওলানা ইউনুস তৈয়বি, মাওলানা গিয়াস উদ্দীন নেজামী, মাওলানা আবু তাহের নিজামী, মুহাম্মদ শফিকুল আলম চৌধুরী, যুবনেতা এড. এ.ডি এম আরুছুর রহমান, মাওলানা সৈয়দুল হক কাজেমী প্রমুখ। এ সময় প্রধান অতিথি বলেন, জ্বালানি তেল একটা সর্বজনীন পণ্য এবং এর প্রভাবও সর্বব্যাপী। অবিবেচক পন্থায় তেলের দাম বৃদ্ধির ১ সপ্তাহের মধ্যে চাল, ডালসহ সব নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বেড়েছে। তাই অনতিবিলম্বে মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় তেলের মূল্য প্রত্যাহারের দাবি জানাই। আর তা না হলে হাইকোর্টে মামলা দায়ের করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। সমাবেশ শেষে মাওলানা সউম আবদুস সামাদের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল চেরাগী পাহাড় ও আন্দরকিল্লাসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। প্রেস বিজ্ঞপ্তি।












