ডিজেলের দাম হঠাৎ করে প্রতি লিটারে ১৫ টাকা বৃদ্ধির কারণে পরিবহন খাতের পাশাপাশি আমদানি-রপ্তানি ও ভোগ্যপণ্যের বাজারে প্রভাব পড়বে বলছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, আন্তর্জাতিক বাজারে ডিজেলের দাম বৃদ্ধির সাথে সমন্বয় করে ধাপে ধাপে সরকার দাম বাড়াতে পারে। ডিজেলের সাথে দেশের গুরুত্বপূর্ণ অর্থনীতির কয়েকটি খাতের যোগাযোগ রয়েছে।
ডিজেলের দাম বৃদ্ধির সরাসরি প্রভাব পড়বে পরিবহন খাতে। পণ্যের পরিবহন ব্যয় বাড়লে পণ্যের দাম বেড়ে যাবে। এছাড়া একইভাবে আমদানি-রপ্তানিতে পরিবহন ব্যয় বাড়বে।