জ্বালানি তেলের দাম সমন্বয়ের পর বাস ভাড়া কিলোমিটারে ৩ পয়সা কমানোর সিদ্ধান্তকে ‘জাতির সঙ্গে তামাশা’ বলেছে যাত্রী কল্যাণ সমিতি। তারা বলছে, এই সিদ্ধান্ত কার্যকর করা যাবে না। তেলের দাম কমানোর সুফল পাবে বাস মালিকরা। খবর বিডিনিউজের।
যাত্রী কল্যাণ সমিতির এক বার্তায় বলা হয়, ‘জ্বালানি তেলের মূল্য কমানোর হিস্যা অনুযায়ী বাস ভাড়া কমানোর পরিবর্তে প্রতি কিলোমিটারে মাত্র ৩ পয়সা কমিয়ে সরকার দেশের যাত্রী সাধারণের সঙ্গে তামাশা করছে।’ অবশ্য জ্বালানি তেলের দাম যে হারে কমেছে তাতে বাস ভাড়া কী পরিমাণ কমা তাদের দৃষ্টিতে যুক্তিযুক্ত হতো– এই প্রশ্নে সুনির্দিষ্ট কিছু বলতে পারেননি সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী। বিশ্ব বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম সমন্বয়ের নীতি নেওয়ার পর থেকে সরকার দুই দফায় তেলের দাম সমন্বয় করেছে। এই দুই দফায় ডিজেলের দাম কমেছে মোট ৩ টাকা। লিটার প্রতি ডিজেলের দাম এই পরিমাণ কমানোর পর বাস ভাড়া কতটা কমা যুক্তিযুক্ত হত– এই প্রশ্নে মোজাম্মেল বলেন, ‘এটা ব্যয় বিশ্লেষণ কমিটিতে তো আমরা নাই। তারা কী বিশ্লেষণ করে তা তো জানি না। যখন ছিলাম, তারা অযৌক্তিক হিসাব নিকাশ করে।’ যদি সেটা নাই জানবেন, তাহলে ভাড়া কমানোর হারকে ‘তামাশা’ কেন বলছেন– এই প্রশ্নে তিনি বলেন, ‘আমরা মনে করি এই ভাড়া কমানোর সুফল জনগণ পাবে না। এর আগে ২০১১ সালে ২ পয়সা, ২০১৬ সালেও ৩ পয়সা ভাড়া কমানোর ঘোষণা এসেছিল। কিন্তু বাসের ভাড়া কমেনি। তেলের দাম কমানোর সুবিধা পাবে বাস মালিকরা। এ জন্যই আমরা তামাশা বলছি।’