তেলের কড়াই উল্টে ঝলসে যায় শিশুটি, হাসপাতালে মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ২২ জুলাই, ২০২৫ at ৫:০১ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় মামার বাড়িতে বেড়াতে এসে গরম তেলে ঝলসে মো. রাকিব রায়হান নামে দুই বছর বয়সী আহত এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশু রায়হান কঙবাজারের পেকুয়া উপজেলার ছিরাদিয়া এলাকার মো. মামুনের পুত্র। নিহত শিশুর মামা মুজিবুর রহমান বলেন, গত রোববার সকালে রায়হান বাবামায়ের সাথে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ডের উকিলের পাড়ায় আমার বাসায় বেড়াতে আসে। সেখান থেকে দুপুরে সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের টেন্ডলের পাড়ায় আরেক মামা আবুল কালামের ভাড়া বাসায় বেড়াতে যায়। বিকেল ৪টার দিকে পার্শ্ববর্তী একটি চায়ের দোকানে বাবামায়ের সাথে রায়হান নাস্তা করতে যায়। এ সময় অসাবধানতাবশত রায়হান গরম তেলের কড়াইয়ে হাত দেয়। পরে কড়াই উল্টে গরম তেল পড়ে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রায়হানের মৃত্যু হয়।

লোহাগাড়া থানার এসআই জাহেদ হোসেন জানান, গরম তেলে ঝলসে এক শিশু মারা যাবার বিষয়টি অবগত হয়েছি। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধস্কুলে বিমান বিধ্বস্ত, শোকাতুর দেশ
পরবর্তী নিবন্ধদশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের তথ্য চেয়েছে ইসি