পটিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই কলেজ ছাত্র নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ভাইয়ের দীঘি এলাকায় বিকেল পৌনে ৪ টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই কলেজ ছাত্র হলেন কচুয়াই ইউনিয়নের কচুয়াই গ্রামের মো. ইউনুসের পুত্র মামুন (২০) ও জাহাঙ্গীর আলমের পুত্র ইমন (২১)। তাদের মধ্যে মামুন লোহাগড়া মোস্তাফিজুর রহমান কলেজের বিবিএর শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, নিহত দুই কলেজ ছাত্র মামুন ও ইমন পটিয়া সদর থেকে বাইসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন।
এ সময় পদ্মা ওয়েল কোম্পানির তেলবাহী একটি ট্যাঙ্কার চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে যাওয়ার পথে পটিয়া এলাকায় পৌঁছালে তাদের চাপা দিলে তারা ঘটনাস্থলেই মারা যায়। এ সময় স্থানীয়রা গাড়ির চালককে আটক করে হাইওয়ে পুলিশে সোপর্দ করেছে। এর আগে একই জায়গায় ঈদের দুই দিন পর (১২ জুলাই) গাড়ি চাপায় নিহত হয়েছে স্বামী-স্ত্রীসহ ৬ জন। পটিয়া ট্রাফিক পরিদর্শক জিল্লুর রহিম দুর্ঘটনায় দুই কলেজ ছাত্র নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।












