তৃষ্ণার্তদের মাঝে সুপেয় পানি বিতরণ

| রবিবার , ৫ মে, ২০২৪ at ১০:৩৩ পূর্বাহ্ণ

সিদ্দিক রেজওয়ানা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোেগে তীব্র তাপদাহ তৃষ্ণার্তদের মাঝে নগরীর ডিটি রোড পেট্রোল পাম্পের সামনে সুপেয় পানি ও খাওয়ার স্যালাইন বিতরণ করা হয়। যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা এবং ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মাহমুদুল হক সুপেয় পানি বিতরণ করেন।

এতে আরো উপস্থিত ছিলেন ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোহাম্মদ জাকারিয়া, সিনিয়র সহসভাপতি আবদুস ছামাদ, সম্পাদক তৈয়বুল আলম, সদস্য শওকত আলী, ৪৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এহসানুল আজিম লিটন, ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সিইউনিট সভাপতি দিদারুল আলম দিদার, বিইউনিট আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ শাহ আলম, ইউনিট আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম জহির, বিইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আকবর আলী, ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ওসমান গনি আলমগীর, মোহাম্মদ ইকবাল, ওয়ার্ড যুবলীগের নুরুল আফছার, মোহাম্মদ নাসির, এনামুল হক এনাম, ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, সোহেল আরমান, মিজানুর রহমান মিঠু, রিপন, মাবু আলম লিটন, সাইফুল ইসলাম, আবু মুসা, হাজী শাহজাহান, মোহাম্মদ তারেক, হাসান মুরাদ, মোঃ ইমরান ও জুবি জুয়েল প্রমুখ।

২নং জালালাবাদ ওয়ার্ড আ.লীগ : ২নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এবং সংগঠনের আইন বিষয়ক সম্পাদক শেখ আরাফাত ওসমানীর ব্যবস্থাপনায় বটতলী বাজার ঐতিহাসিক অগ্রণী ব্যাংক চত্বরে গতকাল বিকাল ৩ টায় পথচারীদের মাঝে সুপেয় পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ২নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাদা কাজী আবদুল মালেক, সাধারণ সম্পাদককাজী হুমায়ুন আলম মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক আবু ছৈয়দ আজম, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আবু, আবদুল মান্নান, সোহাগ মিয়া, কামাল উদ্দীন সায়েম, রিদুয়ান আইয়ুব হ্নদয়, নিজাম উদ্দীন, উজ্জ্বল দেওয়ানজী, ইব্রাহীম এ রহমান, জসিম উদ্দীন পাঠোয়ারী, মোহাম্মদ শাহাবুদ্দিন, নুরুল আবছার, মোহাম্মদ হানিফ, নুরু কোম্পানী, ইহতেশামুল আলম খোকা, আজিজুল হক মিয়া, ইকবাল হোসেন, গিয়াস উদ্দীন, মোহাং সুমন প্রমুখ।

রসুলবাগ আবাসিক এলাকা সমাজকল্যাণ পরিষদ : পশ্চিম বাকলিয়া ১৭নং ওয়ার্ডস্থ রসুলবাগ আবাসিক এলাকা সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে চলমান তীব্র তাপদাহে তৃষ্ণাত শ্রমজীবী, রিক্সাচালক ও পথচারীদের মাঝে সুপেয় পানি বিতরণ করা হয়। গতকাল রসুলবাগ খালপাড় ব্রিজে পানি বিতরণকালে পরিষদের সভাপতি এ এস এম এয়াকুব বলেন, অসহনীয় তাপে জনজীবন চরমভাবে ক্ষতিগ্রস্ত। এ সময় অসুস্থ রোগী, বয়স্ক ও শিশুদের সতর্ক থাকতে হবে। পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নছরুল্লাহ করিম চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন মোশাররফ হোসেন, নিজামুদ্দিন মনি, হাবিবুল ইসলাম মামুন, একরামুল হক মিলটন, এন এ হেলাল চৌধুরী, সাইফুল্লাহ মোঃ খালেদ, নাজমুল হক মিঠু, কেফায়েত উল্লাহ, আরিফ হোসেন সোহেল, শামসুল ইসলাম আলম, মোঃ আলাউদ্দিন, এজাহার এজাজ ও আনোয়ার হোসেন প্রমুখ।

সদরঘাট থানা বিএনপি : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে সদরঘাট থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে চট্টগ্রাম নগরীর কদমতলী, শুভপুর বাসস্টান্ড, ঢাকা ট্যাংক রোডসহ শ্রমজীবী ও পথচারী মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করেন তরুন বিএনপি নেতা ইসরাফিল খসরু। এতে আরো উপস্থিত ছিলেন সদরঘাট থানা বিএনপির সভাপতি সালাউদ্দিন, সদরঘাট থানা বিএনপির সাধারণ সম্পাদক কাউসার হোসেন বাবু, মহানগর বিএনপি নেতা মোহাম্মদ আলী, মোস্তাফিজুর রহমান ভুলু, কেন্দ্রীয় যুবদলের সদস্য সাইফুর রহমান শপথ, সদরঘাট থানা বিএনপির যুগ্ম সম্পাদক লোকমান হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম জাহেদ, ২৯নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, রবিউল হোসেন, বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান, মোহাম্মদ তসলিম, আব্দুল হারেস লেদু, চট্টগ্রাম মহানগর যুবদলের সহসম্পাদক আলমগীর সিরাজ, আনোয়ার হোসেন, যুবদল নেতা সৈয়দ রাজীবুল হাসান রানা, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম প্রমুখ।

বিএনপি : প্রচন্ড তাপদাহে তৃষ্ণার্ত পথচারীমেহনতী শ্রমজীবী সর্বসাধারণের মাঝে বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক মোহাম্মদ দিদার হোসেনের পক্ষ থেকে নগরীর এনায়েত বাজার, জুবলী রোড, তিন পোলের মাথা, আমতল এলাকায় বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন, বিভিন্ন প্রকার শরবত বিতরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটি চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহসাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর। এতে আরো উপস্থিত ছিলেন ২২নং এনায়েত বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আব্বাস খান, ইকবাল হোসেন সংগ্রাম, আব্দুল বাতেন, সালেহ আহমদ, আবির, হেলাল উদ্দিন মিয়া, মোহাম্মদ রমজান প্রমুখ।

ভবঘুরে’ উন্নয়ন সংস্থা : মানসিক ভারসাম্যহীন ভবঘুরেদের জীবনমান উন্নয়ন ও স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে কাজ করা সংস্থা ‘ভবঘুরে’ উন্নয়ন সংস্থার আয়োজনে তীব্র তাপপ্রবাহে তৃষ্ণার্ত, শ্রমজীবী ও মস্তিষ্ক বিকৃত মানসিক ভারসাম্যহীন ‘ভবঘুরে’ মানুষদের মাঝে বিশুদ্ধ পানি, শরবত, হাত পাকা ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক কাজী নাজিমুল ইসলাম। এতে আরো উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খান, বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক, মো: মনিরুল ইসলাম, মো: কামরুল পাশা, সহকারী পরিচালক জেলা সমাজসেবা কার্যালয়, ভবঘুরে উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা চেয়াম্যান মোঃ আলমগীর বাদশা, উপদেষ্ঠা ডাঃ হোসেন আহম্মদ, লায়ন মোঃ ইব্রাহীম প্রমুখ। কর্মসূচির আয়োজন হয় নগরীর সল্টগোলা ক্রসিং মোড় থেকে শুরু হয়ে সিটির গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে।

৩৬নং ওয়ার্ড : যুব সংগঠক ইমতিয়াজ আহমেদ বাবলার উদ্যোগে ৩৬নং ওয়ার্ডস্থ কাস্টম মোড় এলাকায় প্রচণ্ড তাপদাহে অতিষ্ঠ সাধারণ জনগণ ও পথচারীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগের সহ সভাপতি দেবাশীষ পাল দেবু। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, যুবলীগ নেতা সুফিউর রহমান, টিপু, সালাউদ্দিন বাবর, ইমতিয়াজ সুমন, ফরহাদ আব্দুল্লাহ, ইসমাঈল, মাসুদুল আলম জিকু, মোশারফ আলী শাবলু, মোঃ সাজিবুল ইসলাম সজিব, তানভীর বিন হাসান, আব্দুর জব্বার জনি, মোঃ মিজান, মিন্টু আহম্মদ, আলী নূর রুবেল, নুরুদ্দীন জনি, মো. ফরিদ, কামাল উদ্দিন স্বপন, রমজান আলী, শাহনেওয়াজ শাকিন, ইব্রাহিম খলিল সাদ্দাম, মোঃ মাসুম, আরিফুল হক আরিফ, হোসনে মুরাদ মাহিন, শহীদুল আলম এমিলি, হৃদয় কুমার দাশ, শাহরিয়ার রুবেল, রাশেদুল আলম ইমু, আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, আবিদ হাসান, পলাশ চক্রবর্তী,

সজীব কান্তি দাশ, মো: শামসুল আলম, ইউনুস শুভ, ইমন নিহাদ, আকিব, আজিজ, রবিন, আব্দুল্লাহ আল হাসান ইফতি, মো: শুভ, মো. সিফাত রায়হান, রবি, সাব্বির, রিয়াদ প্রমুখ।

চকবাজার ওয়ার্র্র্ড: ১৬নং চকবাজার ওয়ার্ডের উদ্যোগে প্রচন্ড তাপদাহে রাস্তায় বের হওয়া শ্রমজীবীমেহনতি পথচারীদের মাঝে শরবত বিতরণ করা হয়। মো. বাবুল এবং রাইসুল ইসলাম রিয়ান ও আকিব হোসেন ফারাবীর ব্যবস্থাপনায় ওয়ার্ড কার্যালয়ের শরবত বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন ওয়ার্ড কাউন্সিলর মো. নূর মোস্তফা টিনু। উপস্থিত ছিলেন শহিদুল হক মিন্টু, ওয়ার্ড সচিব মোহাম্মদ তারেক সুলতান, মোহাম্মদ ইমরুল হাসান, সাইফুল ইসলাম রুবেল, অভিক দাশগুপ্ত, গিয়াস উদ্দিন সাজিদ, মোহাম্মদ ইমাম হোসেন, তনায়েম আহমদ রুবেল প্রমুখ। কর্মসূচিতে প্রায় শ্রমজীবী, পথচারী ও স্কুলের শিক্ষার্থীসহ প্রায় ১ হাজারের অধিক মানুষকে শরবত বিতরণ করা হয়।

এসআরএস ইয়ুথ ক্লাব : তীব্র তাপদাহে এসআরএস ইয়ুথ ক্লাবের উদ্যোগে জনসাধারণের মাঝে বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করা হয়। বিগত ৩দিন ব্যাপি তীব্র তাপদাহে এসআরএস ইয়ুথ ক্লাবের পক্ষ হতে যুগীরহাট, আমান বাজার, বালুচড়া ও বড়দীঘির পাড় চত্ত্বরসহ চারটি স্থানে প্রায় ৬ হাজার লোকের মধ্যে ২ হাজার লিটার বিশুদ্ধ পানি ও শরবত বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন সাবেক প্যানেল চেয়ারম্যান এ মোস্তফা আরজু মাষ্টার, সমাজসেবক ও সংগঠনের উপদেষ্টা মোঃ শাহাজাহান, ক্লাবের কার্যকরি পরিষদ ও সংগঠনের সদস্যবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধ‘পরস্পর সহনীয় থেকে শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়াই আমাদের দায়িত্ব’
পরবর্তী নিবন্ধগাউসিয়া কমিটি ইউএই কেন্দ্রীয় পরিষদের সম্মেলন