তৃতীয় শ্রেণির কর্মচারীদের কর্মবিরতি অব্যাহত

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২০ নভেম্বর, ২০২০ at ৭:৫৩ পূর্বাহ্ণ

পদবী ও গ্রেড উন্নয়নের দাবিতে টানা পঞ্চম দিনেও পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন প্রশাসনের তৃতীয় শ্রেণির কর্মচারীরা। এতে একপ্রকার অচল ছিল জেলা প্রশাসনের বিভিন্ন শাখার সেবা কার্যক্রম। আন্দোলনরত কর্মচারীদের নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাকাসস) সিদ্ধান্তে গত ১৫ নভেম্বর থেকে চট্টগ্রাম জেলা প্রশাসনের কর্মচারীরা পূর্ণদিবস কর্মবিরতি পালন শুরু করেন। গতকালও তারা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। জেলা প্রশাসন কার্যালয়ের পাশাপাশি বিভিন্ন উপজেলা প্রশাসনের কর্মরতরাও এই আন্দোলন করছেন। এতে একপ্রকার অচল থাকে জেলা প্রশাসনের বিভিন্ন সেবা কার্যক্রম। এডিএম, রাজস্ব, রেকর্ড রুমসহ জেলা প্রশাসনের বিভিন্ন শাখা খোলা থাকলেও সেখানে কর্মচারীদের কর্মতৎপরতা দেখা যায়নি। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমাবেশ মঞ্চ ও মাইক টাঙিয়ে সেখানে অবস্থান করতে দেখা যায় আন্দোলনরত কর্মচারীদের। কার্যালয়ের ভেতরে ও বাইরে সংগঠনটির দাবি সম্বলিত বিভিন্ন দেয়ালে পোস্টার লাগানোর পাশাপাশি ব্যানার টাঙানো ছিল। প্রশাসনিক বিভিন্ন দপ্তরের অভ্যন্তরে কর্মচারীদের পাশাপাশি সেবা প্রার্থীদের উপস্থিতিও স্বাভাবিক দিনের চেয়ে তুলনামূলক কম ছিল। একই কর্মসূচি উপজেলা নির্বাহী অফিসগুলোতেও পালন করা হয়েছে বলে সংগঠনটি জানিয়েছে।
বক্তরা বলেন, কালেক্টরেট সহকারীরা দীর্ঘদিন ধরে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী আশ্বাস দেয়ার পরও অদ্যবধি কালেক্টরেটে কর্মরত সহকারীদের পদবী ও গ্রেড পরিবর্তনসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হয়নি। সচিবালয়ের একজন কর্মচারী ১৬ গ্রেডে চাকরিতে যোগদান করে ৫ বছর পর ১০ গ্রেডে পদোন্নতি পেয়ে যান। আর সচিবালয়, হাইকোর্ট, সংসদ, নির্বাচন কমিশন, পিএসসি ও মন্ত্রণালয়ের সংযুক্ত বিভাগসমূহে ১৬তম গ্রেডে যোগদান করে অনেকে সহকারী সচিব হয়ে চাকরি থেকে অবসর নিচ্ছেন। শুধুমাত্র বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা ও উপজেলা প্রশাসন এবং সহকারী কমিশনার (ভূমি) অফিসে কর্মরত তৃতীয় শ্রেণির কর্মচারীরা চাকরিতে জীবন শেষেও কোনো পদোন্নতি না পেয়ে একই পদে থেকেই অবসরে যাচ্ছেন। দাবি-দাওয়া মেনে নেয়ার পরপরই কর্মচারীরা আন্দোলন থেকে ফিরে গিয়ে কাজে যোগ দেবেন বলে জানান।
সংগঠনের সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম আরিফ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাকাসস চট্টগ্রাম বিভাগীয় কমিটির সহ-সভাপতি স্বদেশ শর্মা, আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক উদয়ন কুমার বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন ও নুরুল মুহাম্মদ কাদের। এছাড়া জেলা শাখার নেতা-কর্মীরাও বক্তব্য রাখেন।

পূর্ববর্তী নিবন্ধসোনার বাংলা ট্রেনে ফের চালু হচ্ছে ক্যাটারিং সার্ভিস
পরবর্তী নিবন্ধনিলামের গাড়ি কেনাবেচার নামে প্রতারণা,বন্দর কর্মচারীসহ গ্রেপ্তার ৬