সমাজের তৃতীয় লিঙ্গ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও দক্ষতার বৃদ্ধির মাধ্যমে তাদের কর্মসংস্থান এবং অধিকার সচেতনতার লক্ষ্যে ইউএনডিপি ও পথচলা ফাউন্ডেশনের উদ্যোগে গত শনিবার মির্জাপুলস্থ ৮নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে ‘সামাজিক অন্তর্ভুক্তির জন্য দক্ষতা উন্নয়ন কর্মসূচি’ নামক প্রকল্প উদ্বোধন করা হয়। পথচলা ফাউন্ডেশনের বাংলাদেশ নির্বাহী পরিচালক মনিষা মীম নিপুণ হিজড়ার সভাপতিত্বে ও সমাজসেবিকা পারভীন আক্তার মুন্নীর সঞ্চালনায় দিনব্যাপী এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর মো. মোরশেদ আলম।
এ সময় প্রধান অতিথি মোরশেদ আলম বলেন, বাংলাদেশের হিজড়া, লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীকে পিছিয়ে না থেকে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে কর্মসংস্থানের দিকে ঝুঁকতে হবে। তাদের জীবনমান উন্নয়ন করতে কর্মদক্ষতার বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে এবং বাস্তবায়ন করেছে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি আঞ্চলিক কেন্দ্র ব্যাংককের যুব উদ্যোক্তা এবং উদ্ভাবন সমন্বয়কারী, ক্যা লিন (লিন কা), ওয়ার্ড সচিব মোজাম্মেল হক, ইউএনডিপি বাংলাদেশের যুব সমন্বয়কারী মাহমুদুল হাসান, যুব সম্প্রদায়ের প্রবৃত্তি কর্মকর্তা সাথী জমোদ্দারসহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।