তৃতীয় মেয়াদে নেতা হচ্ছেন শি জিনপিং

চীনা কমিউনিস্ট পার্টির কংগ্রেস শুরু

| সোমবার , ১৭ অক্টোবর, ২০২২ at ৪:২৫ পূর্বাহ্ণ

চীনে করোনাভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে দেশটির কর্তৃপক্ষ যে বিতর্কিত ‘জিরো-কোভিড’ নীতি অনুসরণ করছে তা অব্যাহত রাখা হবে বলেই ইঙ্গিত দিচ্ছেন প্রেসিডেন্ট শি জিনপিং। চীনে কমিউনিস্ট পার্টির কংগ্রেস গতকাল রাজধানী বেইজিং এ কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয়েছ। সেখানে প্রেসিডেন্ট শি তার দেশের অর্থনৈতিক উনয়নকে অগ্রাধিকার দেয়ার কথা বলেছেন। এই কংগ্রেস হচ্ছে পাঁচ বছর পর, এবং সেখানে প্রেসিডেন্ট শি জিনপিং তৃতীয় মেয়াদের জন্য পার্টির নেতা হবেন বলেই মনে করা হচ্ছে।
জিরো কোভিড নীতি অব্যাহত থাকবে : প্রেসিডেন্ট শি জিনপিংএর ‘জিরো কোভিড’ নীতি একদিকে যেমন চীনে মানুষের জীবন বাঁচিয়েছে-অন্যদিকে কঠোর লকডাউন ও লোক চলাচল-ভ্রমণের ওপর কঠোর নিষেধাজ্ঞা মানুষের জীবনে বিরাট দুর্ভোগ ডেকে এনেছে, ক্ষতি হয়েছে অর্থনীতিরও। এসব কড়া বিধিনিষেধ নিয়ে মানুষের ক্ষোভ ক্রমশঃই বাড়ছে।
কমিউনিস্ট পার্টির কংগ্রেস শুরুর সময় কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই এ বিষয়টিকে কেন্দ্র করেই বেইজিংএ কিছু বিরল প্রতিবাদের ঘটনা ঘটতে দেখা যায়।
অনলাইনে শেয়ার হওয়া ভিডিওতে একজন লোককে লাউডস্পিকারে শ্লোগান দিতে দেখা যায়, বেইজিংএ একটি ব্রিজে দেখা যায় দুটি প্রতিবাদসূচক ব্যানার ঝুলছে। একটি ব্রিজের ওপর থেকে ধোঁয়ার কুন্ডলিও পাকিয়ে উঠতে দেখা যায়, কিন্তু কি কারণে ধোঁয়া উঠছে তা জানা যায়নি। খবর বিবিসি।
ব্যানারগুলোতে প্রতিবাদী বার্তায় কোভিড বিধিনিষেধ অবসানের দাবি যেমন ছিল, তেমনি শি জিনপিংকে ক্ষমতা থেকে উৎখাত করার আহ্বানের মতো রাজনৈতিক বার্তাও ছিল। এ ধরনের প্রতিবাদ খুবই বিরল-তবে প্রেসিডেন্ট শি এগুলো আমলে নিচ্ছেন না বলেই মনে হচ্ছে।
তিনি বলেছেন, তার বিতর্কিত জিরো কোভিড কৌশল তিনি পাল্টাবেন না বা একে শিথিল করবেন না। মি. শি বলেন, এই জিরো কোভিড পলিসি দিয়েই চীনের মানুষ ভাইরাসের বিস্তারের বিরুদ্ধে লড়াই করছে।
পার্টির নেতৃত্বে তৃতীয় মেয়াদ : কমিউনিস্ট বিপ্লবের পর চীনের সাত দশকের ইতিহাসে মাও জেদং ছাড়া আর কোনো নেতাই কমিউনিস্ট পার্টির প্রধান হিসেবে এত দীর্ঘ সময় নেতৃত্বে থাকেননি।
কিন্তু এটা হতে যাচ্ছে এবার, এবং পার্টির ডেলিগেটরা মি. শিকে আরো পাঁচ বছরের জন্য কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হসেবে নির্বাচিত করবেন, এমনটাই ধারণা করা হচ্ছে। এর ফলে শি জিনপিং হবেন মাও জেদংএর পর চীনের সবচেয়ে ক্ষমতাধর নেতা।
চীনা কমিউনিস্ট পার্টি কয়েকদিনে আগে একটি ইশতেহার প্রকাশ করেছে, যাতে মি. শিকে পার্টি ও নেতৃত্বের ‘কেন্দ্রবিন্দু’ বলে বলা হয় এবং তার পেছনে পার্টিকে একত্রিত হবার আহ্বান জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধ৫ দিনেও মেলেনি দুই নাবিকের খোঁজ
পরবর্তী নিবন্ধ