ইউক্রেনের ন্যাটোতে অন্তর্ভুক্তি তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনতে পারে বলে সতর্ক করেছে রুশ ফেডারেশনের নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি আলেকজান্ডার ভেনেডিক্টভ। ইউক্রেনকে সহায়তা করার মাধ্যমে পশ্চিমা দেশগুলো ‘সংঘাতে সরাসরি একটি পক্ষ’ হয়ে দাঁড়াচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সিকে এক সাক্ষাতকারে এ কথা বলেন আলেকজান্ডার ভেনেডিক্টভ। তার মতে, ন্যাটো সদস্যপদ পাওয়ার জন্য ইউক্রেনের আবেদন একটি প্রচারমূলক পদক্ষেপ।
এ রুশ কর্মকর্তা বলেন, কিয়েভ ভালোভাবেই অবগত যে এ ধরনের যে কোনো পদক্ষেপ নিশ্চিতভাবেই উত্তেজনা বৃদ্ধিকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবে। আপাতদৃষ্টিতে, তথ্যগত গোলমাল তৈরি ফের নিজেদের দিকে বিশ্বের দৃষ্টি ফেরানোয় ব্যস্ত তারা। রাশিয়ার দৃঢ় অবস্থানের কথা স্মরণ করে দিয়ে তিনি বলেন, যেকোনো ক্ষেত্রেই আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। ইউক্রেনের ন্যাটো বা যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় গঠিত অন্যান্য জোটে যোগদান অগ্রহণযোগ্য।
এদিকে জাতিসংঘের সাধারণ পরিষদের এক প্রস্তাবে ইউক্রেনের ভূখণ্ড দখলে মস্কোর পদক্ষেপকে ‘বেআইনি’ অ্যাখ্যা আর পশ্চিমা মিত্ররা কিয়েভকে আরও বেশি সামরিক সহায়তার আশ্বাস দেওয়ার পর ইউক্রেনের ৪০টিরও বেশি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানায়, পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৪০টি এলাকায় রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে আর ইউক্রেনের বিমানবাহিনী ২৫টি রুশ লক্ষ্যস্থলে ৩২টি আক্রমণ চালিয়েছে। রাশিয়া ইউক্রেনের রাজধানী কিয়েভ অঞ্চলের একটি এলাকায়ও ড্রোন হামলা চালিয়েছে বলে টেলিগ্রামে জানিয়েছে অঞ্চলটির কর্তৃপক্ষ।
আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কাজাখস্তানে এক শীর্ষ সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন। এর আগে ক্রেমলিনের একজন কর্মকর্তা জানিয়েছিলেন যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতার জন্য এরদোয়ান ‘আনুষ্ঠানিকভাবে’ এক প্রস্তাব দেবেন বলে আশা করা হচ্ছে।