তৃতীয় বিভাগ ফুটবল লিগ আজ শুরু

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১৫ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:৪৯ পূর্বাহ্ণ

মাঠ সংকটকে সামনে রেখে আজ ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে সিজেকেএস-সিডিএফএ আয়োজিত সাইফ পাওয়ারটেক লি. ৩য় বিভাগ ফুটবল লিগ। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল মাঠে বিকাল ৩টায় লিগের উদ্বোধন করা হবে। উদ্বোধনী খেলায় অংশ নেবে মাদারবাড়ী শোভনীয়া ক্লাব এবং চন্দনপুরা একাদশ। প্রধান অতিথি হিসেবে লিগের উদ্বোধন করবেন সিজেকেএস সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
লিগ শুরু উপলক্ষে গতকাল সোমবার বিকেলে সিডিএফএ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল। তিনি জানান মোট ৪১টি দল এ লিগে অংশ নিচ্ছে। দলগুলোকে লটারীর মাধ্যমে ১০ গ্রুপে ভাগ করা হয়েছে। দশ গ্রুপের চ্যাম্পিয়ন ১০টি দলকে তিনটি গ্রুপে ভাগ করা হবে। এরপর তিন গ্রুপের সেরা তিন দলকে নিয়ে সুপার থ্রি পর্ব অনুষ্ঠিত হবে। এতে যার পয়েন্ট বেশি হবে সেই চ্যাম্পিয়নশিপ লাভ করবে এবং পরবর্তী মৌসুমে ২য় বিভাগ লিগে খেলার সুযোগ পাবে। এ লিগের বাজেট নির্ধারণ করা হয়েছে ৬ লক্ষ টাকা। সম্পূর্ণ টাকা স্পন্সর প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লি. প্রদান করবে। সংবাদ সম্মেলনে আরো বলা হয় এম এ আজিজ স্টেডিয়ামে খেলাধুলার ব্যস্ত সূচির কারণে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল মাঠকে খেলার উপযোগী করে এ লিগের ভেন্যু করা হয়েছে। প্রথম ২১টি খেলা এ মাঠে অনুষ্ঠিত হবে। পরবর্তীতে শারীরিক শিক্ষা কলেজ মাঠেও লিগের খেলা অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএস ফুটবল সম্পাদক মো. শাহজাহান, বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সম্পাদক মো. ইউসুফ এবং সিডিএফএ সভাপতি এস এম শহীদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মাকসুদুর রহমান বুলবুল, আবদুল হান্নান মিরন, ইয়াসির আরাফাত, সালাউদ্দিন জাহেদ এবং বাবুর প্রমুখ কর্মকর্তাবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধবিপিএলের ফাইনালে সাকিবের বরিশাল
পরবর্তী নিবন্ধআফগান সিরিজের জন্য ওয়ানডে দল ঘোষণা