সাইফ পাওয়ারটেক সিজেকেএস-সিডিএফএ তৃতীয় বিভাগ ফুটবল লিগে গতকাল বৃহস্পতিবার দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে।
কলেজিয়েট স্কুল মাঠে দিনের দ্বিতীয় খেলায় সোহেলের হ্যাটট্রিকের কৃতিত্বে সিটি ক্লাব ৪-০ গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র লাল দলের বিরুদ্ধে জয়লাভ করে। এই খেলায় বিজয়ী দলের সোহেল একাই গোল চারটি করেন। দুপুরে অনুষ্ঠিত প্রথম খেলায় সাতকানিয়া উপজেলা ক্রীড়া  সংস্থা ও মুক্তবিহঙ্গ গোলশূন্য ড্র করেছে।
 
        
