সাইফ পাওয়ারটেক সিজেকেএস-সিডিএফএ তৃতীয় বিভাগ ফুটবল লিগে গতকাল মঙ্গলবারের খেলায় ফ্রেন্ডস ক্লাব জয়লাভ করেছে। কলেজিয়েট স্কুল মাঠে বিকেলে অনুষ্ঠিত দিনের দ্বিতীয় খেলায় ফ্রেন্ডস ক্লাব ৪-১ গোলে রিজেন্সী স্পোর্টস ক্লাবকে পরাজিত করে। বিজয়ী দলের রবিউল ও মেহেদী হাসান ২টি করে গোল করেন। অন্যদিকে রিজেন্সী স্পোর্টস ক্লাবের একমাত্র গোলটি করেন নাঈম। দুপুরে অনুষ্ঠিত প্রথম খেলায় চবক ক্রীড়া সমিতি সাদা-হালিশহর লাকী ক্লাব গোলশূন্য ড্র করেছে। আজ প্রথম খেলায় মির্জাপুর খেলোয়াড় সমিতি-চন্দনপুরা একাদশ (১টা ৪৫) ও দ্বিতীয় খেলায় বাকলিয়া একাদশ জুনিয়র-রেলওয়ে এস এ (৩টা ১৫) প্রতিদ্বন্দ্বিতা করবে।